AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫, ৭ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভাইয়ের বাড়িতে বোনদের ভূরিভোজের উৎসব ‘নিঙোল চাকৌবা’


Ekushey Sangbad
পারভেজ আহমেদ, কমলগঞ্জ, মৌলভীবাজার
০৭:৩০ পিএম, ২৩ অক্টোবর, ২০২৫

ভাইয়ের বাড়িতে বোনদের ভূরিভোজের উৎসব ‘নিঙোল চাকৌবা’

‘নিঙোল চাকৌবা’ মণিপুরী মৈতৈ সম্প্রদায়ের একটি উৎসব। ভাইয়ের বাড়িতে বোনকে ভূরিভোজের আমন্ত্রণই এ উৎসবের মূল উদ্দেশ্য। মূলত ভাইফোঁটার সময় মণিপুরীদের ঐতিহ্যবাহী এ উৎসব পালিত হয়। 

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দিনব্যাপী মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের কোনাগাঁও গ্রামে মৈতৈ মণিপুরী সম্প্রদায় এ উৎসব পালন করে। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উৎসবের উদ্বোধন করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও সিলেট বিভাগের তত্ত্বাবধায়ক প্রীতম দাস।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন অওয়াতোবম সমরেন্দ্র। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা কমিটির যুগ্ম সমন্বয়ক (NCP) সামায়েল রহমান, সদস্য রতন দেব, রাসেল সিংহ, আব্দুল গনি, শ্রীমঙ্গল উপজেলার ৮নং কালীঘাট ইউপির প্যানেল চেয়ারম্যান আব্দুস সত্তার, সাংবাদিক সালাহউদ্দিন শুভ ও আলমগীর আহমেদ প্রমুখ।

উৎসবের শুরুতে অতিথিদের বরণ করে নেওয়া হয়। প্রধান অতিথি প্রীতম দাস তার বক্তব্যে বলেন, “আমাদের মধ্যে যে সম্পর্ক আছে, সেটা খুবই সুন্দর। আমরা একে অপরের প্রতি আন্তরিক। সবাই এভাবে যেন সকলের পাশে থাকি।” তিনি আরও বলেন, “আমাদের মধ্যে চলমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সামাজিক ও সাংস্কৃতিক আদান-প্রদানের মাধ্যমে আরও দৃঢ় করতে হবে।”

অনুষ্ঠানে শতাধিক ভাইবোনকে ভূরিভোজ করানো হয় এবং উপহার দেওয়া হয়। আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে মণিপুরি শিল্পীরা সংগীত পরিবেশন করেন।

‘নিঙোল চাকৌবা’ অর্থ ‘ভাই কর্তৃক বোনকে ভূরিভোজের আমন্ত্রণ জানানো’। প্রতি বছর কার্তিক মাসে এটি উদযাপিত হয়। এটি মণিপুরিদের ঐতিহ্যবাহী উৎসব। ভারতের মণিপুর রাজ্য ও বাংলাদেশে মণিপুরি অধ্যুষিত অঞ্চলে এ উৎসব ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় পালিত হয়ে আসছে। ভাইয়েরা তাঁদের বোনদের ভূরিভোজে আমন্ত্রণ জানান, খাওয়া-দাওয়ার পর বোনদের নানা উপহার দিয়ে আশীর্বাদ করেন।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!