ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শারীরিক অবস্থা আগের তুলনায় কিছুটা খারাপ হয়েছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাকে এখন নিরিবিলি পরিবেশে রাখার চেষ্টা চলছে।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) তার ফেসবুক পেজ থেকে জানানো হয়, হাসপাতালে দর্শনার্থীদের ভিড়ের কারণে প্রয়োজনীয় শান্ত পরিবেশ নষ্ট হচ্ছে। এজন্য দলের নেতা–কর্মী ও শুভানুধ্যায়ীদের কাছে অনুরোধ করা হয়েছে—হাসপাতালে ভিড় না করে যার যার অবস্থান থেকে তার সুস্থতার জন্য দোয়া করতে।
এদিকে নুরুল হকের ওপর হামলার ঘটনার তদন্তে তিন সদস্যের একটি কমিশন গঠন করেছে সরকার। বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, কমিশনের নেতৃত্বে থাকবেন হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. আলী রেজা।
কমিশনের অন্য সদস্যরা হলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার। কমিশনকে এক মাসের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
এই কমিশন হামলার জন্য দায়ীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার সুপারিশ করবে এবং ভবিষ্যতে এমন ঘটনা ঠেকাতে করণীয় দিকও প্রস্তাব করবে।
একুশে সংবাদ/এ.জে