বাংলাদেশে নিযুক্ত নবনিযুক্ত পাকিস্তানি হাইকমিশনার ইমরান হায়দার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন।
শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর গুলশানে চেয়ারপার্সন কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক ও ভবিষ্যৎ সহযোগিতা বৃদ্ধির নানা দিক নিয়ে আলোচনা হয়।
এ সময় বিএনপি স্থায়ী কমিটির সদস্য এবং চেয়ারপার্সনের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/ঢ.প/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

