“নিজ আঙিনা পরিষ্কার রাখি—ডেঙ্গুমুক্ত নওগাঁ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁয় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ সেপ্টেম্বর) বেলা ১২টায় বিএমডিএ নওগাঁ-২ (পত্নীতলা) অফিসের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করেন নির্বাহী প্রকৌশলী শাহ্ মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম। তিনি এ সময় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএমডিএ নওগাঁ-২ রিজিয়নের সহকারী ব্যবস্থাপক এ.আর.এম. সাকিব, পরিদর্শক আবুল কাসেম সরদার, হিসাবরক্ষণ কর্মকর্তা শামসুর রহমান, সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা মোসাহাব আলী খান, ভান্ডার রক্ষক আনোয়ার হোসেন, অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর উজ্জল বাবু, পত্নীতলা প্রেস ক্লাবের সভাপতি ইখতিয়ার উদ্দীন আজাদ প্রমুখ।
পরে বিএমডিএ’র কর্মকর্তা-কর্মচারীরা ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণ করেন।
একুশে সংবাদ/ন.প্র/এ.জে