AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৭ আগস্ট, ২০২৫, ২ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নির্বাচনী প্রস্তুতি যথাযথভাবে নিচ্ছে ইসি: বিএনপি


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৭:২৯ পিএম, ১৭ আগস্ট, ২০২৫

নির্বাচনী প্রস্তুতি যথাযথভাবে নিচ্ছে ইসি: বিএনপি

বিএনপি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেছে। বৈঠকে দলটি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি, প্রবাসীদের ভোটাধিকার ও নির্বাচনী আসনের সীমানা নির্ধারণসহ বিভিন্ন বিষয় তুলে ধরেছে।

রোববার (১৭ আগস্ট) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বৈঠকের পর সাংবাদিকদের বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, নির্বাচন কমিশন তাদের প্রস্তুতি যথাযথভাবে নিচ্ছে। তবে দেশের আইনশৃঙ্খলা কিছুটা দুর্বল থাকায় উদ্বেগ রয়েছে। তিনি আশাবাদ প্রকাশ করেন যে, নির্বাচনের কয়েক মাস আগে পরিস্থিতি স্বাভাবিক হবে। প্রয়োজনে নির্বাচনকালীন সময় অধিক সংখ্যক সেনা, কোস্টগার্ড ও নৌবাহিনী মোতায়েনের বিষয়েও ইসি ভাবছে।

প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার বিষয়ে নজরুল ইসলাম খান বলেন, এনআইডি ও ই-পাসপোর্টধারীদের ভোটাধিকার নিশ্চিত করার চেষ্টা চলছে। সাধারণ পাসপোর্টধারীদের অন্তর্ভুক্তির প্রস্তাবেও আলোচনা হয়েছে, তবে যাচাই-বাছাই নিশ্চিত করতে বলা হয়েছে।

নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ প্রসঙ্গে তিনি জানান, ইসি ভৌগোলিক অখণ্ডতা, জেলা ও উপজেলার অখণ্ডতা এবং ভোটার সংখ্যা বিবেচনা করছে। আইন অনুযায়ী রাজনৈতিক দল সরাসরি অভিযোগ জানাতে পারবে না।

এছাড়া, নির্বাচন কমিশনের আচরণবিধি সংশোধনের খসড়ায় বিএনপি তাদের মতামত দিয়েছে, যা এখন ইসি পর্যালোচনা করছে। আর ‘না ভোট’ বিধানের বিষয়ে নজরুল ইসলাম খান বলেন, এটি বিএনপির প্রস্তাব ছিল না।

তিনি আরও বলেন, জোটের মধ্যে আসন ভাগাভাগি এখনো আলোচনা হয়নি। তবে যারা যুগপৎ আন্দোলনে একসাথে কাজ করেছেন, তারা দায়িত্ব নেওয়ার সময় একসাথে কাজ করবেন।

 

একুশে সংবাদ/ঢ.প/এ.জে

Link copied!