AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সব ষড়যন্ত্র মোকাবিলার সাহস বিএনপির আছে: ফারুক


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৩:৪৩ পিএম, ১৮ জুলাই, ২০২৫

সব ষড়যন্ত্র মোকাবিলার সাহস বিএনপির আছে: ফারুক

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, সব ধরনের ষড়যন্ত্র মোকাবিলা করার মতো সাহস বিএনপির রয়েছে।শুক্রবার (১৮ জুলাই) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী মোটর চালক দলের আয়োজিত মানববন্ধনে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

জয়নুল আবদিন ফারুক বলেন, ‘তারেক রহমানকে উদ্দেশ্য করে অশ্রাব্য ভাষায় গালাগাল করা হচ্ছে। এটি আসলে একটি সুষ্ঠু নির্বাচনের বিরুদ্ধে বার্তা। বিএনপি জানিয়ে দিতে চায়, সব ষড়যন্ত্র আমরা রুখে দেব। আমাদের সে সাহস আছে। ষড়যন্ত্র ইতোমধ্যেই শুরু হয়ে গেছে। জনগণ বুঝে গেছে কারা এসব ঘটাচ্ছে।’

সরকারকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আপনারা বলেছেন, ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দেবেন। কিন্তু এখনো নির্দিষ্ট দিন-তারিখ জানাননি। বিলম্বের কারণ গোপালগঞ্জের সাম্প্রতিক নৃশংসতা। তারপরও আমরা এখনো আপনাদের ওপর আস্থা রাখছি, সমর্থনও দিয়েছি। আশা করি, জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র ফিরিয়ে দেবেন।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের মানুষ একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায়। সেই নির্বাচন নিশ্চিত করার দায়িত্ব অন্তর্বর্তী সরকারের। যারা এই প্রক্রিয়ায় ব্যর্থতা তৈরি করছে, তাদের চিহ্নিত করতে হবে।’

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হারুনুর রশিদ, নির্বাহী কমিটির সদস্য রহিমা শিকদার, মৎস্যজীবী দলের সদস্য ইসমাইল হোসেন সিরাজীসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

 

একুশে সংবাদ/ঢ.প/এ.জে

Link copied!