আজ বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন। ১৯৪৫ সালের ১৫ আগস্ট দিনাজপুরে জন্মগ্রহণ করেন তিনি। ইস্কান্দার মজুমদার ও তৈয়বা মজুমদার দম্পতির তৃতীয় সন্তান খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
দলের পক্ষ থেকে এ বছর জন্মদিনে কেক না কেটে আল্লাহর দরবারে দোয়া করার আহ্বান জানানো হয়েছে। রাজনৈতিক প্রজ্ঞা, দূরদর্শিতা, পরিমিতিবোধ ও পরমতের প্রতি শ্রদ্ধার জন্য তিনি দীর্ঘসময় আলোচনায় ছিলেন। ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তাঁকে কারারুদ্ধ করা হয় এবং সেনানিবাসের বাড়ি থেকে উচ্ছেদ করা হয়। অসুস্থ অবস্থায় কারাগারে থেকেও তিনি আপস করেননি বলে দলীয় নেতারা দাবি করেন।
১৯৮১ সালে স্বামী ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নিহত হওয়ার পর বিএনপির নেতৃত্ব গ্রহণ করেন খালেদা জিয়া। ৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলনে তিনি হয়ে ওঠেন ঐক্যের প্রতীক এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ‘আপসহীন নেত্রী’ হিসেবে পরিচিতি পান। ১৯৯১ সালে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে আরও দুই মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন তিনি।
একুশে সংবাদ/এ.জে