AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫, ৩১ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শেখ মুজিব জাতির জনক নন, তবে তার ত্যাগ স্বীকার করি: নাহিদ ইসলাম


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৬:০৬ পিএম, ১৫ আগস্ট, ২০২৫

শেখ মুজিব জাতির জনক নন, তবে তার ত্যাগ স্বীকার করি: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তিনি জাতির জনক হিসেবে মানেন না, তবে দেশের স্বাধীনতা অর্জনে তার ভূমিকা ও ত্যাগ স্বীকার করেন।

শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলামের দাবি, মুজিবুর রহমানের সময়ে বাংলাদেশ ভারতের উপনিবেশে পরিণত হয়েছিল এবং ১৯৭২ সালের সংবিধান জনগণের ওপর চাপিয়ে দেওয়া হয়। সেই সময়ে রাজনৈতিক হত্যা, লুটপাট ও একদলীয় বাকশাল শাসনের ভিত্তি স্থাপন হয়েছিল। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ ‘মুজিবপূজা’ ও ‘মুক্তিযুদ্ধপূজা’র নামে রাজনৈতিক পূজা জনগণের ওপর চাপিয়ে দিয়ে নাগরিকদের বিভক্ত করেছে।

জুলাই গণঅভ্যুত্থানের এক দফার ঘোষক হিসেবে নাহিদ ইসলাম বলেন, ২০২৪ সালের বিদ্রোহ ‘জমিদারি রাজনীতি’কে ভেঙে দিয়েছে এবং ভবিষ্যতে কোনো ব্যক্তি, পরিবার বা মতাদর্শ জনগণের অধিকার হরণ করতে পারবে না। তার ভাষায়, “জাতির পিতা উপাধি ইতিহাস নয়, বরং আওয়ামী লীগের ফ্যাসিবাদী রাজনীতির হাতিয়ার।”

তিনি মুজিববাদকে ‘ফ্যাসিস্ট মতাদর্শ’ হিসেবে উল্লেখ করে বলেন, এটি গুম, হত্যা, লুটপাট, মানবাধিকার লঙ্ঘন, সাম্প্রদায়িকতা ও জাতীয় সম্পদ পাচারের সাথে যুক্ত। নাহিদ ইসলাম আহ্বান জানান, রাজনৈতিক, আদর্শিক ও সাংস্কৃতিক প্রতিরোধের মাধ্যমে সমঅধিকারভিত্তিক, সার্বভৌম ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে, যেখানে কোনো দল বা নেতা জনগণের ঊর্ধ্বে থাকবে না।

 

 

একুশে সংবাদ/জা.নি/এ.জে

Link copied!