কোটচাঁদপুরে শিশুনিলয়ের সমৃদ্ধি কর্মসূচির আওতায় ‘তারুণ্যের উৎসব’ পালিত হয়েছে। এ উপলক্ষে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। রবিবার বলুহর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ ও শেখ মোজাফফর হোসেন মাধ্যমিক বিদ্যালয়ে এ কর্মসূচি পালিত হয়।
জানা গেছে, দেশের বিভিন্ন স্থানে সংস্থাটি নিয়মিতভাবে তারুণ্যের উৎসব পালন করে আসছে। তারই ধারাবাহিকতায় কোটচাঁদপুরের বলুহর ইউনিয়ন পরিষদ ও শেখ মোজাফফর হোসেন মাধ্যমিক বিদ্যালয়ে এ আয়োজন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা এবং বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বলুহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওলিয়ার রহমান। বিশেষ অতিথি ছিলেন শিশুনিলয়ের ঝিনাইদহ জোনের জোনাল ম্যানেজার শাহজামাল, এরিয়া ম্যানেজার শামিমুর রহমান, শেখ মোজাফফর হোসেন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রায়হান উদ্দিন এবং সমৃদ্ধি কর্মসূচির উপজেলা সমন্বয়কারী বজলুর রশীদসহ সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠান শেষে প্রায় ২০০টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ ও রোপণ করা হয়।
একুশে সংবাদ/ঝি.প্র/এ.জে