শিক্ষার্থীবান্ধব ও নিরাপদ গণপরিবহন নিশ্চিতের দাবিতে বাংলাদেশ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা (বিআরটিসি) চেয়ারম্যান মো. জাকির হোসেন খানের কাছে ৮ দফা দাবি সংবলিত স্মারকলিপি দিয়েছে ‘নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ)’–এর নারায়ণগঞ্জ জেলা শাখা।
রোববার (৩ আগস্ট) সকালে ঢাকার গাবতলীতে বিআরটিসি প্রধান কার্যালয়ে স্মারকলিপি প্রদান করে নিসআ-এর পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলে নেতৃত্ব দেন জেলা শাখার সভাপতি রাহাত হোসেন ও সাধারণ সম্পাদক সুমাইয়া আক্তার।
স্মারকলিপিতে উল্লিখিত দাবিগুলোর মধ্যে রয়েছে:
১. শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া বাধ্যতামূলক করা,
২. বাস স্টাফদের অসৌজন্যমূলক আচরণে দুঃখপ্রকাশ ও শাস্তির বিধান,
৩. নারী যাত্রীদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করা,
৪. নির্ধারিত সময়সূচি ও ভাড়া কার্যকর করা,
৫. কাউন্টারে স্পষ্টভাবে ভাড়ার তালিকা প্রদর্শন,
৬. যাত্রী হয়রানি ও অনিয়মের দায় স্বীকার,
৭. ঝুঁকিপূর্ণ ও অনিরাপদ বাস চলাচল বন্ধ করা,
৮. কাউন্টারে লাঠিয়াল বাহিনী ব্যবহার নিষিদ্ধ করা।
নিসআ প্রতিনিধিরা জানান, কুড়িল–গাউছিয়া রুটে প্রতিদিন হাজারো শিক্ষার্থী যাতায়াত করে। অথচ এই রুটে ভাড়া নৈরাজ্য, নিরাপত্তাহীনতা ও যাত্রী হয়রানি নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে।
বিআরটিসি চেয়ারম্যান মো. জাকির হোসেন খান শিক্ষার্থীদের এসব যৌক্তিক দাবি গুরুত্ব সহকারে বিবেচনার আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছে নিসআ।
একুশে সংবাদ/না.প্র/এ.জে