বন্দর উপজেলার তৃতীয় শীতলক্ষ্যা সেতুতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে তাওহিদ ইসলাম বিজয় (১৮) নামে এক ডিপ্লোমা শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহত তাওহিদ ধানমন্ডির ড্যাফোডিল টেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষার্থী ছিলেন বলে জানিয়েছেন তার স্বজনরা।
শনিবার (২ আগস্ট) সন্ধ্যা সাতটার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বন্ধু সাইদুর জানান, বিকেল সাড়ে চারটার দিকে তাওহিদ মোটরসাইকেল চালিয়ে তৃতীয় শীতলক্ষ্যা সেতুর ওপর ঘুরতে যান। এ সময় সেতুর উপর নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ের সঙ্গে ধাক্কা খেলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢামেকে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
একুশে সংবাদ/ঢ.প/এ.জে