AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

খালেদা জিয়া সুস্থ, অংশ নেবেন আগামী নির্বাচনে: আবদুল আউয়াল মিন্টু


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, ফেণী
০৩:৪৩ পিএম, ৩০ জুলাই, ২০২৫

খালেদা জিয়া সুস্থ, অংশ নেবেন আগামী নির্বাচনে: আবদুল আউয়াল মিন্টু

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শারীরিকভাবে সুস্থ আছেন এবং আসন্ন নির্বাচনে অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন দলটির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু।

বুধবার (৩০ জুলাই) দুপুরে ফেনী শহরের গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

মিন্টু বলেন, “ফেনীতে যদি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হয়, তাহলে বিএনপি নিশ্চিতভাবে বিজয়ী হবে। আমাদের নেত্রীও নির্বাচনে অংশগ্রহণ করবেন। তিনি বর্তমানে সুস্থ আছেন। তাই ফেনী নিয়ে আমাদের কোনো শঙ্কা নেই।”

তিনি আরও বলেন, “লন্ডনে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করেই অন্তর্বর্তী সরকার গঠনের যৌথ প্রস্তাব এসেছে। আমরা সেটির ওপর ভরসা রাখতে চাই। আমাদের আশা, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হবে। তবে দেশের পরিস্থিতি বিবেচনায় জানুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। কারণ কেয়ারটেকার সরকার সংক্রান্ত একটি মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন। যদি আদালত কেয়ারটেকার সরকার ফিরিয়ে আনার পক্ষে রায় দেয়, তবে সেই ব্যবস্থাতেই ৯০ দিনের মধ্যে নির্বাচন দিতে হবে।”

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “গত ১৯ বছর ধরে আমরা আন্দোলন, নিপীড়ন ও বাধার মুখে থেকেও নির্বাচন চেয়ে এসেছি। কেউ যদি বলে বিএনপি হঠাৎ নির্বাচনে যেতে চায়, তা সত্য নয়। ২০০৬ সাল থেকে আমরা সুষ্ঠু নির্বাচনের দাবি জানিয়ে আসছি। জনগণের কাছে জবাবদিহিতাহীন সরকার কখনোই দেশকে সঠিক পথে নিতে পারে না। ২০০৮ সালের নির্বাচনও অবাধ ও নিরপেক্ষ ছিল না। দীর্ঘদিন ধরে দেশে কার্যকর নির্বাচনকালীন সরকার অনুপস্থিত। এর ফলেই মানুষের জীবনমান উন্নয়নে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে।”

 

একুশে সংবাদ/ই.ট/এ.জে

Link copied!