রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বুধবার সকাল থেকে ভ্রাতৃপ্রতিম তিন সংগঠনের ‘তারুণ্যের অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’ ঘিরে ঢল নেমেছে নেতাকর্মীদের। জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে বিভিন্ন ওয়ার্ড ও থানা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে অংশ নিচ্ছেন নেতাকর্মীরা।
সকাল ১০টা থেকেই সমাবেশস্থলে নেতাকর্মীদের জমায়েত শুরু হয়। সিলেট, ফরিদপুর, ময়মনসিংহসহ বিভিন্ন জেলা থেকেও নেতাকর্মীরা এসে সমাবেশে যোগ দিচ্ছেন। সমাবেশ উপলক্ষে নয়াপল্টন এলাকায় ইতোমধ্যে স্থাপন করা হয়েছে মঞ্চ। টানানো হয়েছে মাইক, বাজছে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে রচিত গান।
বেলা ২টায় সমাবেশ শুরু হওয়ার কথা। প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি বক্তব্য দেবেন তারেক রহমান। সমাবেশে তারুণ্যের দাবি, অধিকার এবং রাজনৈতিক অধিপত্য প্রতিষ্ঠার বিষয়গুলো তুলে ধরা হবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।
নেতাকর্মীরা দলীয় পতাকা, ব্যানার, ফেস্টুন ও স্লোগানমুখর পরিবেশে সমাবেশস্থলে প্রবেশ করছেন। অনেকের পরনে রয়েছে টি-শার্ট, মাথায় বাঁধা জাতীয় ও দলীয় পতাকা।
এদিকে সমাবেশ ঘিরে নয়াপল্টন এবং আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান লক্ষ করা গেছে। পুলিশের পাশাপাশি সাদা পোশাকের গোয়েন্দা সদস্যদেরও তৎপর দেখা যাচ্ছে।
তরুণ ভোটারদের রাজনৈতিকভাবে সক্রিয় করতে মে মাসজুড়ে ‘তারুণ্যের অধিকার’ শীর্ষক কর্মসূচির আওতায় বিএনপির তিন সহযোগী সংগঠন আটটি সেমিনার ও সমাবেশের আয়োজন করেছে। চট্টগ্রাম, খুলনা ও বগুড়ায় এর আগে অনুষ্ঠিত হয়েছে এ ধরনের সমাবেশ।
বিএনপির নেতাদের দাবি, এই কর্মসূচির মাধ্যমে তরুণদেরকে দলে আরও বেশি সম্পৃক্ত করা এবং সরকারবিরোধী আন্দোলনে সক্রিয় করার লক্ষ্য রয়েছে। অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আসন্ন নির্বাচন সামনে রেখে বিএনপির পক্ষ থেকে এটি একটি কৌশলগত ‘গ্রাউন্ড মবিলাইজেশন’ প্রচেষ্টা।
একুশে সংবাদ / চ.ট/এ.জে