AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইশরাক সমর্থকদের রাতভর অবস্থান, সকালেও বৃষ্টি উপেক্ষা করে চলমান বিক্ষোভ


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১১:২৭ এএম, ২২ মে, ২০২৫

ইশরাক সমর্থকদের রাতভর অবস্থান, সকালেও বৃষ্টি উপেক্ষা করে চলমান বিক্ষোভ

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে কাকরাইল মসজিদ সংলগ্ন সড়কে রাতভর অবস্থানের পর বৃহস্পতিবার (২২ মে) সকালেও বিক্ষোভ অব্যাহত রেখেছেন তার সমর্থকরা।

সকাল ১০টায় কাকরাইল মোড়ে শতাধিক নেতাকর্মীকে স্লোগান ও ব্যানার-প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ করতে দেখা গেছে। এর আগে বুধবার সন্ধ্যার পর থেকে তারা ওই এলাকায় অবস্থান শুরু করেন এবং সারারাত ধরে অবস্থান কর্মসূচি পালন করেন।

দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না বলে জানিয়েছেন বিক্ষোভকারীরা। এর ফলে কাকরাইল মোড় থেকে সুপ্রিম কোর্ট এলাকা পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। আশপাশের এলাকায় তীব্র যানজট তৈরি হয়েছে।

বিক্ষোভের কারণে শান্তিনগর, রমনা, পল্টন এবং যমুনা ফিউচার পার্কমুখী সড়কেও যান চলাচল ব্যাহত হচ্ছে। এমনকি নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের বাসভবন ‘যমুনা’-তে যাওয়ার রাস্তা পুরোপুরি অবরুদ্ধ হয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

সমর্থকদের দাবি, গত ১৪ মে থেকে তাঁরা টানা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এর অংশ হিসেবে নগর ভবন ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ে তালা লাগিয়ে সেবামূলক কার্যক্রম বন্ধ রেখেছেন।

বুধবার সকাল ১০টার দিকে ইশরাক সমর্থকরা প্রথমে মৎস্যভবনের সামনে অবস্থান নেন। পরে দুপুরে অন্য একটি দল কাকরাইল মোড়ে গিয়ে অবস্থান নেয় এবং সেখানেই সারারাত ধরে বিক্ষোভ চালিয়ে যান।

বিক্ষোভকারীরা এ সময় "ইশরাককে মেয়রের দায়িত্ব দিতে হবে", "শপথে টালবাহানা চলবে না", "আসিফ-মাহফুজের পদত্যাগ চাই" ইত্যাদি স্লোগান দেন।

অংশগ্রহণকারীদের একজন, ওয়ারী এলাকার বাসিন্দা নজরুল ইসলাম বলেন, "গণমানুষের ভোটে নির্বাচিত নেতাকে মেয়র হিসেবে দায়িত্ব দিতে হবে। দাবি না মানা পর্যন্ত আমরা রাজপথে থাকব।"

বিক্ষোভে নেতৃত্ব দেওয়া সরকারের সাবেক সচিব মশিউর রহমান বলেন, “২০২০ সালের নির্বাচনে ইশরাক হোসেন বিপুল ভোট পেলেও তাঁকে পরাজিত দেখিয়ে শেখ ফজলে নূর তাপসকে বিজয়ী করা হয়। পরে আদালতের রায়ে ইশরাককে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ করা হলেও, তাকে এখনো শপথ নিতে দেওয়া হচ্ছে না— এ কারণেই আন্দোলনে নামা।”

 

একুশে সংবাদ/ ঢ.প/এ.জে

Link copied!