বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে সাত দিনের টানা আন্দোলনের ধারাবাহিকতায় এবার রাজধানীর মৎস্য ভবন মোড়ে অবস্থান নিয়েছেন তার হাজারো অনুসারী। বুধবার (২১ মে) সকাল থেকেই ওই এলাকায় জড়ো হয়ে তারা চারপাশের সড়কে যান চলাচল বন্ধ করে দেন।
সকালে হাইকোর্ট গেট, প্রেসক্লাব ও শিক্ষা ভবনের মোড়ে দলবেঁধে জড়ো হন আন্দোলনকারীরা। পরে সেখান থেকে একসঙ্গে মৎস্য ভবন মোড়ে অবস্থান নিয়ে চারদিকের রাস্তা কার্যত অবরুদ্ধ করে দেন তারা। ফলে ওই এলাকার যান চলাচলে সৃষ্টি হয় চরম ভোগান্তি।
এদিকে নগর ভবনের সামনের সড়ক ছিল প্রায় ফাঁকা। সেখানে কোনো বিক্ষোভ না থাকলেও ভেতরে সিটি করপোরেশনের কর্মচারীরা বিক্ষোভ অব্যাহত রেখেছেন। আগের দিনের মতো আজও নগর ভবনের বিভিন্ন অফিসে তালা ঝুলিয়ে সেবা কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।
ইশরাকের সমর্থকরা সকাল ১০টা পর্যন্ত মেয়র হিসেবে তাকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য আল্টিমেটাম দেন। এর মধ্যে কোনো পদক্ষেপ না নিলে রাজধানী অচলের হুঁশিয়ারিও দেন তারা।
মঙ্গলবার বিকেলে আন্দোলনের সমন্বয়ক ও সাবেক সচিব মশিউর রহমান বলেন, “আমরা বুধবার সকাল ১০টা পর্যন্ত অপেক্ষা করবো। এর মধ্যে যদি শপথ ও দায়িত্ব বুঝিয়ে দেওয়ার কোনো অগ্রগতি না হয়, তাহলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবো। প্রয়োজনে রাজধানী অচল করে দেব।”
সম্প্রতি আদালতের এক রায়ে বিএনপি সমর্থিত প্রার্থী ইশরাক হোসেনকে বৈধ মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)। তবে এখনো তাকে শপথ না পড়ানোয় ক্ষুব্ধ তার সমর্থকেরা। এ দাবিকে ঘিরেই টানা আন্দোলনে নামেন তারা।
একুশে সংবাদ/ ঢ.প/এ.জে