আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। একইসঙ্গে দলটি দ্রুত জাতীয় নির্বাচনের রোডম্যাপ প্রকাশের দাবি জানিয়েছে।
রোববার দুপুরে রাজধানীর আন্তর্জাতিক ভাষা ইনস্টিটিউটে বিএনপির পক্ষ থেকে সাংবাদিকদের ব্রিফ করেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেন,“আওয়ামী লীগ গণতন্ত্র মানে না, তাদের ডিএনএতেই গণতন্ত্র নেই। দলটি রাজনৈতিক দলের ছদ্মবেশে একটি মাফিয়া শক্তি।”
“তাদের নিষিদ্ধ করার সিদ্ধান্ত সময়োপযোগী ও জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন।”
সালাহউদ্দিন আহমদ বলেন,“আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে আইন সংশোধনের সিদ্ধান্তকে আমরা সাধুবাদ জানাই।
এখন সময় দ্রুত একটি নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের রোডম্যাপ প্রকাশের।”
তিনি সরকারকে হুঁশিয়ার করে বলেন,“নির্বাচনের রোডম্যাপ না দিলে সরকারকে আগামীতে কঠিন ও বিব্রতকর পরিস্থিতির মুখে পড়তে হবে।”
একুশে সংবাদ/ আ.ট/এ.জে