AB Bank
ঢাকা রবিবার, ২১ জুলাই, ২০২৪, ৬ শ্রাবণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
 1. জাতীয়
 2. রাজনীতি
 3. সারাবাংলা
 4. আন্তর্জাতিক
 5. অর্থ-বাণিজ্য
 6. খেলাধুলা
 7. বিনোদন
 8. শিক্ষা
 9. তথ্য-প্রযুক্তি
 10. অপরাধ
 11. প্রবাস
 12. রাজধানী

কেরানীগঞ্জে বিএনপি-আ‍‍`লীগ সংঘর্ষ, নিপুণ রায় সহ কয়েকজন আহত


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১২:৩৭ পিএম, ২৬ মে, ২০২৩
কেরানীগঞ্জে বিএনপি-আ‍‍`লীগ সংঘর্ষ, নিপুণ রায় সহ কয়েকজন আহত

ঢাকার কেরানীগঞ্জে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা-কর্মীদের সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ড. নিপুন রায় চৌধুরীসহ বেশ কয়েকজন নেতা-কর্মী।

 

শুক্রবার (২৬ মে) সংঘর্ষের সময় স্থানীয় আওয়ামী লীগের অফিসও ভাঙচুর করা হয়েছে বলে জানা গেছে।

 

চলমান সরকারবিরোধী আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার ঢাকা মহানগর দক্ষিণসহ দেশের ৯ বিভাগের ১৮ জেলা ও মহানগরে জনসমাবেশ করছে বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঢাকা জেলা বিএনপির উদ্যোগে জিনজিরায় দলটির সমাবেশ চলছে।

Default Image

দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু অভিযোগ করে বলেন, সমাবেশ চলাকালে ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা ইটপাটকেল মারতে থাকে। এ সময় আমাদের বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হন। পুলিশের শক্ত অবস্থানের মধ্যে সমাবেশ আবার শুরু হয়েছে।

 

সমাবেশ চলাকালে ক্ষমতাসীন আওয়ামী লীগ দলীর নেতাকর্মীরা ইটপাটকেল ছুঁড়তে শুরু করে বলে অভিযোগ করেন মোজাদ্দেদ আলী বাবু। তিনি বলেন, এ সময় ইটের আঘাতে নিপুণ রায় চৌধুরীসহ বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন।

 

সংঘর্ষের পর আবারও বিএনপির সমাবেশ শুরু হয়েছে। বিএনপির সমাবেশকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী এলাকাজুড়ে সতর্ক অবস্থানে রয়েছে।

 

একুশে সংবাদ/স/এসএপি

Link copied!