AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫, ৩ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

তারাকান্দায় সেচ মোটর চুরির হিড়িক


Ekushey Sangbad
তারাকান্দা, ময়মনসিংহ প্রতিনিধি
০৪:৪৬ পিএম, ১৯ অক্টোবর, ২০২৫

তারাকান্দায় সেচ মোটর চুরির হিড়িক

ময়মনসিংহের তারাকান্দা উপজেলার গোপালপুর ও সদর উপজেলার আলালপুর গ্রামের কৃষক ও মৎস্যচাষিরা সম্প্রতি সেচ মোটর চুরির ঘটনায় চরম বিপাকে পড়েছেন। গত কয়েক মাস ধরে এ দুটি সীমান্তবর্তী গ্রামে সেচ পাম্পের মোটর চুরির ঘটনা বেড়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ধান ও মাছ চাষের মৌসুমে গভীর রাতে চোরের দল মাঠে গিয়ে সেচ পাম্পের মোটর খুলে নিয়ে যাচ্ছে। এতে কৃষি ও মাছ উৎপাদন ব্যাহত হচ্ছে। ভুক্তভোগীরা জানান, পুরনো মোটর ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত কিছু অসাধু ব্যবসায়ী ও বৈদ্যুতিক কাজে অভিজ্ঞ কিছু ব্যক্তি এসব চুরির সঙ্গে জড়িত থাকতে পারে।

এ ঘটনায় সদর উপজেলার আলালপুর মধ্যপাড়া গ্রামের কৃষক আব্দুর রফিক বাদী হয়ে আলালপুর মেছেরা বাড়ির আব্দুর রশিদের পুত্র শামীম মিয়াকে আসামি করে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় গত ৮ অক্টোবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

আব্দুর রফিক জানান, “ইতিপূর্বে এলাকায় প্রায় ২০টি সেচ মোটর চুরি হয়েছে। এসব চুরির সঙ্গে শামীম মিয়া জড়িত বলে স্থানীয়দের ধারণা। আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি ও আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত হস্তক্ষেপ কামনা করছি।”

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!