AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫, ৩ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কোটচাঁদপুরের ‘প্রতিভা’র প্রতিভায় মুগ্ধ সহপাঠী, অভিভাবক ও শিক্ষকবৃন্দ


Ekushey Sangbad
সুব্রত কুমার, কোটচাঁদপুর, ঝিনাইদহ
০৪:৪৩ পিএম, ১৯ অক্টোবর, ২০২৫

কোটচাঁদপুরের ‘প্রতিভা’র প্রতিভায় মুগ্ধ সহপাঠী, অভিভাবক ও শিক্ষকবৃন্দ

ঝিনাইদহের কোটচাঁদপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী মেহজাবিন (প্রতিভা) গণিতে অসাধারণ দক্ষতা দেখিয়ে সহপাঠী, অভিভাবক ও শিক্ষকবৃন্দের মন জয় করেছেন। এ বছর জাতীয় পর্যায়ে আয়োজিত ‘গণিতবিদ গণিত উৎসব’-এ সে প্রথম রানারআপ হওয়ার কৃতিত্ব অর্জন করেছে।

গত শুক্রবার (১৭ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ এফ মুজিবুর রহমান গণিত ভবনে আয়োজিত অনুষ্ঠানে অতিথিদের হাত থেকে পুরস্কার গ্রহণ করে প্রতিভা।

জানা যায়, ২০২০ সালে অনলাইন প্ল্যাটফর্মে যাত্রা শুরু করে ‘গণিতবিদ’ উৎসব। এর ধারাবাহিকতায় বাংলাদেশ অলিম্পিয়াডিয়ান্স ক্লাব (বিওসি) এবার সারাদেশ থেকে দুই হাজার শিক্ষার্থীর মধ্য থেকে বাছাই করে ২০০ জনকে মূল পর্বে অংশগ্রহণের সুযোগ দেয়। এর মধ্যে ৬০ জন খুদে গণিতবিদকে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয়, যেখানে কোটচাঁদপুরের প্রতিভা (১৪) প্রথম রানারআপ হওয়ার গৌরব অর্জন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং বাংলাদেশ গণিত সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম। তিনি বলেন, “গণিতকে আমরা যদি জীবনে প্রয়োগ করতে পারি, তাহলে দেশকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারব। অভিভাবকদের উচিত সন্তানদের ওপর আস্থা রাখা, পাশে থাকা এবং অনুপ্রেরণা দেওয়া, যেন তারা আকাশ ছুঁতে পারে।”

তিনি আরও বলেন, “শিক্ষার্থীদের মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার থেকে বিরত থেকে পড়াশোনায় মনোযোগী হতে হবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘গণিতবিদ ২০২৫’ আয়োজক কমিটির আহ্বায়ক রেজাউল ইসলাম (রনি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ ফেরদৌস এবং গণিত বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ বাবুল হাসান।

বক্তারা বলেন, “এই প্রতিযোগিতা শুধু পুরস্কার অর্জনের মাধ্যম নয়, বরং শিক্ষার্থীদের যুক্তিভিত্তিক চিন্তাভাবনা, সমস্যা সমাধানের দক্ষতা এবং আন্তর্জাতিক পর্যায়ে প্রস্তুতির একটি নতুন মঞ্চ।”

প্রতিভার এই অর্জনে শুভেচ্ছা ও আশীর্বাদ জানিয়েছেন তার পিতা তারিকুজ্জামান (টুটুল), মাতা শামীমা আক্তার এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসাহক আলী। পাশাপাশি সহপাঠীরাও তার সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেছে।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!