কিশোরগঞ্জ সদর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে সার্বিক সেবা উন্নয়ন ও সংস্কার কার্যক্রমে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে স্বেচ্ছাসেবী সংগঠন সহযাত্রী সোশ্যাল ফাউন্ডেশন। হাসপাতালের নানাবিধ সমস্যা চিহ্নিত করে সমাধানের উদ্যোগে সংগঠনটি গত দুই মাস ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
সংস্কার ও উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতায় রবিবার বেলা ১২টায় সহযাত্রী সোশ্যাল ফাউন্ডেশনের নেতৃবৃন্দ হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন।
বৈঠকে উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক জাহিদ হাসান অনিক, উপদেষ্টা নীরব হাসান সুজনসহ সহযাত্রী সোশ্যাল ফাউন্ডেশনের অন্যান্য সদস্যরা। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস কিশোরগঞ্জ জেলা শাখার বায়তুল মাল সম্পাদক মো. বরকত উল্লাহ, ওয়ারিয়র্স অব জুলাই কিশোরগঞ্জ জেলার সদস্য সচিব আশরাফুল ইসলাম নাদিম, আনাস ইব্রাহিম, সায়েম জায়ান, রাকিবুল ইসলাম, এমদাদুল হক, রওজা অফিসারসহ আরও অনেকে।
এ সময় হাসপাতালের উপ-তত্ত্বাবধায়ক, আরএমও এবং অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত ছিলেন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানান, চলমান সংস্কার কার্যক্রম ধাপে ধাপে এগিয়ে নেওয়া হবে এবং সেবার মান আরও উন্নত করা হবে। তারা সহযাত্রী সোশ্যাল ফাউন্ডেশনের গঠনমূলক সহযোগিতার প্রশংসা করে ভবিষ্যতেও একসাথে কাজ করার আশ্বাস দেন।
সহযাত্রী সোশ্যাল ফাউন্ডেশনের আহ্বায়ক জাহিদ হাসান অনিক বলেন, “আমরা চাই কিশোরগঞ্জ সদর হাসপাতাল সাধারণ মানুষের জন্য আরও নিরাপদ ও সেবামুখী হোক। প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরগুলো ইতিবাচক ভূমিকা রাখছে, যা আমাদের ভবিষ্যৎ কাজকে আরও গতিশীল করবে।”
তিনি আরও জানান, হাসপাতালের পরিবেশ, রোগীর নিরাপত্তা, সেবার মান এবং ভোগান্তি কমাতে সংগঠনটি নিয়মিত মনিটরিং কার্যক্রম অব্যাহত রাখবে।
একুশে সংবাদ/এ.জে