বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ২০২৩ সাল হবে জনগণের বছর। এ বছরই হারানো গণতন্ত্র পুনরুদ্ধার করা হবে।
রোববার (১ জানুয়ারি) সকালে ছাত্রদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।
বিএনপির এ নেতা বলেন, বাংলাদেশ সৃষ্টির সূচনা থেকে দেশের সবকিছু গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে ছাত্রদল। এবারও দেশের গণতন্ত্র ফিরিয়ে আনার লড়াইয়ে মুখ্য ভূমিকায় থাকবে ছাত্রদল। আগামীতে দুর্বার আন্দোলনের মাধ্যমে দেশে সরকারের পদত্যাগের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা করা হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির বিশেষ সম্পাদক আসাদুজ্জামান রিপন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভুঁইয়া জুয়েল, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল প্রমুখ।
একুশে সংবাদ/আর/এসএপি
আপনার মতামত লিখুন :