যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশ যোগ দিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট। তবে সমাবেশে নিজের উপস্থিতির জানান দেওয়ার মতো কোনো ফটোসেশন করেননি তিনি।
শুক্রবার (১১ নভেম্বর) সকালেই সমাবেশস্থলে আসেন তিনি। পরে জুমার নামাজের পর সমাবেশস্থলে প্রবেশ করেন সম্রাট।
গোয়েন্দা পুলিশের এক কর্মকর্তা ইসমাইল চৌধুরী সম্রাট জুমার নামাজের সমাবেশে আসার তথ্য দিলেও কোথায়ও দেখা যায়নি তাকে। অনেক গণমাধ্যম কর্মীদের মধ্যে সম্রাটের উপস্থিতি নিয়ে একধরনের কৌতুহল ছিল। তবে কেউই তার উপস্থিতি নিশ্চিত করতে পারেনি।
দক্ষিণ যুবলীগের এক নেতা জানান, সমাবেশে প্রবেশ করার যে কয়টি গেট রাখা হয়েছে, তার মধ্যে শুধু মন্দির গেটে সম্রাটের ছবি সংবলিত ব্যানার ফেস্টুন লাগানো হয়েছে। নিজের সমর্থক ও কর্মীদের লাল-ট্রি শার্ট উপহারের মাধ্যমে ‘যুব সমাবেশ’ বিশাল শোডাউন দিয়েছেন এবং কথা রেখেছেন।
এরআগে যুব সমাবেশ সফল করার লক্ষে ব্যাপক প্রস্তুতি নিয়ে ঢাকা মহানগরের নেতাকর্মীদের মাঝে ট্রি-শার্ট, গেঞ্জি উপহার দিয়ে উৎসাহ-উদ্দীপনা তৈরি করেছেন তিনি।
সমাবেশে আগত নেতাকর্মীরা বলছেন, ইসমাইল চৌধুরী সম্রাট সংগঠন থেকে বহিষ্কৃত হলেও ‘যুব সমাবেশ’ তার বিশাল কর্মী বাহিনীর উপস্থিতির মধ্যদিয়ে আবারও প্রমান করেছেন আওয়ামী লীগের রক্ত তার শরিরে এখনো বইছে। অতীতে ঢাকায় যেকোনো জনসমাবেশে তার নেতৃত্বে বিশাল শোডাউন দেখা গেছে। এবার হয়তো তিনি যুব মহাসমাবেশ সফলের লক্ষে বিশাল শোডাউন দিয়ে নিজের অবস্থানের জানান দিয়েছেন।
একইসঙ্গে সোহরাওয়াদী উদ্যানের বেশিরভাগ জায়গা জুড়ে নিজের নাম দিয়ে টুপি-গেঞ্জি পরিহিত কর্মী-সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
একুশে সংবাদ/শফি.প্রতি/পলাশ
আপনার মতামত লিখুন :