বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, লুটপাট ও দুর্নীতি হালাল করতে জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার। আওয়ামী লীগ পনেরো বছর ধরে বেআইনিভাবে ও অবৈধভাবে পুলিশ দিয়ে ক্ষমতা ধরে রেখেছে।
রোববার (৭ আগস্ট) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কৃষক দলের আয়োজিত সমাবেশে যোগ দিয়ে এ কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ পনেরো বছর ধরে বেআইনিভাবে ও অবৈধভাবে পুলিশ দিয়ে ক্ষমতা ধরে রেখেছে। বিএনপি নেতাকে এক পুলিশ অফিসার সরাসরি গুলি করলেন। আরও ১৯ সেখানে লড়াই করছে। যারা সবাই এই ঘটনা দেখেছে। আমরা ঐ পুলিশ অফিসারের গ্রেফতার করে দ্রুত বিচার বিভাগীয় তদন্তের দাবি জানাই।
ফখরুল অভিযোগ করেন, 'তারা (আ'লীগ) যে লুটপাট করে, দুর্নীতি করে তা মেটানোর জন্য মানুষের পকেট থেকে নিয়ে যায়। তিনি বলেন, জনগণকে দরকার নাই, পুলিশ দিয়ে দেশ চালান। এই বাহিনী দিয়েই দেশ চালাবে এটা আর হবে না। তারা রাজনীতিকে নষ্ট করেছে। এই সরকারকে আর টিকতে দেয়া যায় না।
তিনি বলেন, আওয়ামী লীগের সমস্ত তথ্যই হলো জনগণকে বিভ্রান্ত করার জন্য। জনগণকে আহ্বান করবো এদের তথ্যে বিভ্রান্ত না হয়ে নিজেদের প্রশ্ন করুন। চালের দাম কত বেড়েছে? সরকারের তথ্যে বিভ্রান্ত না হয়ে নিজে থেকে খুঁজে দেখুন চালের দাম কতটা বেড়েছে, নিত্য পণ্যের দাম কতটা বেড়েছে?
রাজধানীর নয়াপল্টনে জ্বালানি তেল ও সারের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করছে জাতীয়তাবাদী দল বিএনপি। এসময় জ্বালানি তেল ও সারের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, নুরে আলম ও আব্দুর রহিম হত্যাসহ বিভিন্ন বিষয়ে নিয়ে কথা বলেন বক্তারা।
সমাবেশকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সমাবেশস্থল ও আশপাশের এলাকায় ব্যাপকসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
একুশে সংবাদ.কম/জা.হা
আপনার মতামত লিখুন :