ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট ও গণভোটের তারিখ আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ ঘোষণা করায় স্বাগত জানিয়ে নওগাঁর পত্নীতলা উপজেলা ও নজিপুর পৌর বিএনপির উদ্যোগে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলা সদর নজিপুর বাসস্ট্যান্ডে এ আনন্দ মিছিল বের করা হয়। এতে ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে নেতাকর্মীরা স্লোগান দেন। ইতোমধ্যে নওগাঁ-২ (পত্নীতলা–ধামইরহাট) আসনে বিএনপির প্রাথমিক মনোনয়ন পেয়েছেন সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় কৃষিবিষয়ক সম্পাদক সামসুজ্জোহা খান জোহা।
উপজেলা বিএনপির সভাপতি মোকছেদুল হক সিরির সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সভাপতি শামিমা পারভীন পলি, নজিপুর পৌর বিএনপির সভাপতি মামুন হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল ফারুক, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম ও রমজান আলী, উপজেলা মহিলা দলের সভাপতি মরিয়ম বেগম শেফা, নজিপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এজেড মিজান ও আবদুল্লাহ আল মাসুম, যুবদল নেতা আবদুল কাদের, শাহির হোসেন শিপু, মেহেদী হাসান প্রমুখ।
আনন্দ মিছিলে পত্নীতলা উপজেলা, নজিপুর পৌরসভা এবং ১১ ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতা–কর্মী অংশ নেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

