AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
তফসিল ঘোষণা

জাতীয় নির্বাচন ও গণভোটের তারিখ ঘোষণা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৬:২২ পিএম, ১১ ডিসেম্বর, ২০২৫

জাতীয় নির্বাচন ও গণভোটের তারিখ ঘোষণা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের গণভোটের সময়সূচি আনুষ্ঠানিকভাবে নির্ধারণ করেছে নির্বাচন কমিশন।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল প্রকাশ করেন।

সিইসি জানান, আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ সারা দেশে একযোগে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। সেদিন ভোটগ্রহণ চলবে সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত।

ঘোষিত তফসিল অনুযায়ী—মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ: ২৯ ডিসেম্বর, মনোনয়ন যাচাই-বাছাই: ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি, আপিল জমা: ১১ জানুয়ারি, আপিল নিষ্পত্তি: ১২–১৮ জানুয়ারি, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়: ২০ জানুয়ারি, প্রতীক বরাদ্দ: ২১ জানুয়ারি, প্রচারণা শুরু: ২২ জানুয়ারি, প্রচারণা শেষ: ১০ ফেব্রুয়ারি সকাল ৭টা ৩০ মিনিট, ভোটগ্রহণ: ১২ ফেব্রুয়ারি, ৩০০ আসনেই ।

ইসির নির্দেশনায় বলা হয়েছে, তফসিল ঘোষণার পরদিন থেকে ভোটের দুই দিন পর পর্যন্ত মোবাইল কোর্ট আইনের আওতায় আচরণবিধি নিশ্চিত করতে প্রতিটি উপজেলা ও থানায় কমপক্ষে দুইজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।

বর্তমানে দেশের মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। এর মধ্যে—পুরুষ: ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭, নারী: ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২, তৃতীয় লিঙ্গ: ১ হাজার ২৩৪ ।

এবারের নির্বাচনে ৩০০ আসনের জন্য ৪২ হাজার ৭৬১টি কেন্দ্র ও ২ লাখ ৪৪ হাজার ৭৩৯টি ভোটকক্ষ থাকবে। এর মধ্যে—পুরুষ ভোটকক্ষ: ১ লাখ ১৫ হাজার ১৩৭, নারী ভোটকক্ষ: ১ লাখ ২৯ হাজার ৬০২ ।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!