ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের গণভোটের সময়সূচি আনুষ্ঠানিকভাবে নির্ধারণ করেছে নির্বাচন কমিশন।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল প্রকাশ করেন।
সিইসি জানান, আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ সারা দেশে একযোগে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। সেদিন ভোটগ্রহণ চলবে সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত।
ঘোষিত তফসিল অনুযায়ী—মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ: ২৯ ডিসেম্বর, মনোনয়ন যাচাই-বাছাই: ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি, আপিল জমা: ১১ জানুয়ারি, আপিল নিষ্পত্তি: ১২–১৮ জানুয়ারি, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়: ২০ জানুয়ারি, প্রতীক বরাদ্দ: ২১ জানুয়ারি, প্রচারণা শুরু: ২২ জানুয়ারি, প্রচারণা শেষ: ১০ ফেব্রুয়ারি সকাল ৭টা ৩০ মিনিট, ভোটগ্রহণ: ১২ ফেব্রুয়ারি, ৩০০ আসনেই ।
ইসির নির্দেশনায় বলা হয়েছে, তফসিল ঘোষণার পরদিন থেকে ভোটের দুই দিন পর পর্যন্ত মোবাইল কোর্ট আইনের আওতায় আচরণবিধি নিশ্চিত করতে প্রতিটি উপজেলা ও থানায় কমপক্ষে দুইজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।
বর্তমানে দেশের মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। এর মধ্যে—পুরুষ: ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭, নারী: ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২, তৃতীয় লিঙ্গ: ১ হাজার ২৩৪ ।
এবারের নির্বাচনে ৩০০ আসনের জন্য ৪২ হাজার ৭৬১টি কেন্দ্র ও ২ লাখ ৪৪ হাজার ৭৩৯টি ভোটকক্ষ থাকবে। এর মধ্যে—পুরুষ ভোটকক্ষ: ১ লাখ ১৫ হাজার ১৩৭, নারী ভোটকক্ষ: ১ লাখ ২৯ হাজার ৬০২ ।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

