রাজশাহীতে গভীর নলকূপে পড়ে যাওয়া শিশুটি সাজিদের বেঁচে থাকার সম্ভাবনা খুবই ক্ষীণ। তবে জীবিত বা মৃত উদ্ধার না হওয়া পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন) লে. কর্নেল তাজুল ইসলাম চৌধুরী।
আজ (১১ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে চলমান উদ্ধার অভিযান সংক্রান্ত ব্রিফিংকালে তিনি একথা জানান।
লে. কর্নেল তাজুল ইসলাম চৌধুরী বলেন, “৪৫ ফুট পর্যন্ত খনন করেও শিশুটির কোনো সন্ধান পাওয়া যায়নি। শিশুটি যে গর্তে পড়ে গেছে সেটির প্রস্থ খুবই সরু এবং মাটি দোঁআশজাতের হওয়ায় সরাসরি বের করা সম্ভব হচ্ছে না। এজন্য সমান্তরালভাবে নতুন গর্ত খুঁড়ে উদ্ধার কার্যক্রম চালানো হচ্ছে।”
তিনি আরও জানান, “প্রতি ১০ ফুট অন্তর অন্তর খনন করে শিশুটিকে শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে। আরও গভীর খননের জন্য এস্কেভেটর ব্যবহার করে মাটি সরানো হচ্ছে এবং মাটির ভারসাম্য রক্ষা করা হচ্ছে, যাতে ওপরে থেকে মাটি নিচের দিকে না পড়ে। এজন্য কাজের ধীরগতি হচ্ছে।”
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

