ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি জানান—আগামী ২৯ ডিসেম্বর পর্যন্ত প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করতে পারবেন।
সিইসি আরও জানান, ঘোষিত তফসিল অনুযায়ী, ১২ ফেব্রুয়ারি সারাদেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এদিন প্রায় ১৩ কোটি ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন।
তিনি বলেন, নির্ধারিত সময়সীমা শেষে শুরু হবে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের কঠোর প্রক্রিয়া, যা স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের মূল ধাপ হিসেবে বিবেচিত।
তফসিল অনুযায়ী, মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ পার হলে প্রার্থীদের মাঝে নির্বাচনী প্রতীক বরাদ্দ করা হবে। প্রতীক পাওয়ার পরই প্রার্থীরা পূর্ণমাত্রায় প্রচারণায় নামতে পারবেন এবং নিজেদের প্রতিশ্রুতি ও পরিকল্পনা নিয়ে ভোটারদের কাছে যাওয়ার সুযোগ পাবেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

