পঞ্চগড়ে উত্তরের হিমেল বাতাস জানিয়ে দিচ্ছে—শীত আসন্ন। সপ্তাহজুড়ে দিনের তাপমাত্রা উঁচুতে থাকলেও রাত নামলেই নেমে আসছে কাঁপুনি ধরানো শীত। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ডিসেম্বরের প্রথম সপ্তাহেই শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) সকাল ৯টার পর্যবেক্ষণে দেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। ভোর ৬টায় তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আর্দ্রতা ৯৭ শতাংশ।
হিমালয়ের পাদদেশে অবস্থিত এ জনপদে গত দশ দিন ধরেই পার্থক্য স্পষ্ট—দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৯–৩০ ডিগ্রির মধ্যে থাকলেও রাতে নামছে ১৪–১৬ ডিগ্রির ঘরে। মঙ্গলবারের তাপমাত্রা ছিল ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, যা মৌসুমের অন্যতম কম। সোমবার ছিল ১৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
রোববারও সকাল ৯টার দিকে তাপমাত্রা নেমেছিল ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে; কুয়াশার চাদরে ঢেকে ছিল পুরো জেলা। তবে বেলা বাড়তেই দেখা দেয় স্বচ্ছ আকাশ ও তীব্র রোদ।
পঞ্চগড় শহরের বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, “দিনে রোদে হাঁটাই কষ্টকর, মনে হয় গরম পড়ছে। কিন্তু রাতে কমে যায় তাপমাত্রা—কম্বল ছাড়া ঘুমানোই যায় না।”
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের আবহাওয়াবিদ জিতেন্দ্রনাথ রায় জানান, শীত নামার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকেই তাপমাত্রা আরও ৩–৪ ডিগ্রি কমতে পারে। উত্তরাঞ্চলে শৈত্যপ্রবাহের আশঙ্কা রয়েছে।
তিনি আরও বলেন, “দিনে গরমের কারণে মানুষ এখনও পাতলা পোশাকেই স্বস্তি পাচ্ছে। তবে রাতে ঘরে ঘরে সোয়েটার, গরম কাপড় ও কম্বলের ব্যবহার শুরু হয়েছে।” শীতজনিত রোগের ঝুঁকি বাড়ায় স্থানীয়রা আগেভাগেই প্রস্তুতি নিতে শুরু করেছেন।
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

