AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সাব্বির ও ইজাজের নেতৃত্বে ইবির ফটোগ্রাফি সোসাইটি


Ekushey Sangbad
ইবি প্রতিনিধি
১২:১৭ পিএম, ১৬ নভেম্বর, ২০২৫

সাব্বির ও ইজাজের নেতৃত্বে ইবির ফটোগ্রাফি সোসাইটি

ইসলামী বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটির নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে মার্কেটিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের মোঃ সাব্বির হোসেন সাঈম সভাপতি এবং লোক প্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের ইজাজ আহমেদ সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছে। আগামী ১ বছরের জন্য এ কমিটি গঠন করা হয়। 

রবিবার (১৬ নভেম্বর) সংগঠনের উপদেষ্টা অধ্যাপক ড. মোঃ শাহীনুজ্জামান, অধ্যাপক ড. মোঃ মোস্তাফিজুর রহমান, প্রতিষ্ঠাতা সভাপতি এনামুল কবির রায়হান, প্রতিষ্ঠাতা সহ-সভাপতি আব্দুল্লাহ আল বাকী, প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক নাছির উদ্দিন আবির, সাবেক সভাপতি মোঃ সালাউদ্দিন, সাবেক সাধারন সম্পাদক মোঃ সিরাজুজ জামান গালিবের স্বাক্ষরিত এই প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটির অনুমোদন দেওয়া হয়।

৩৪ সদস্যবিশিষ্ট কমিটির অন্যরা হলেন— সহ-সভাপতি সাইফুল্লাহ, মোঃ মারুফ হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মুহিব্বুল্লাহ নোমান, মুহাম্মদ শরিফুল ইসলাম মজুমদার, নুসরাত ঐশী,ও মোঃ শামিম হোসেন, সাংগঠনিক সম্পাদক সাকীফ বিন আলম, সহ-সাংগঠনিক সম্পাদক শাহারিয়ার সিজান স্বাধীন, অফিস সেক্রেটারি মোছা: শাকিরা ইসলাম, সহকারি অফিস সেক্রেটারি আব্দুল্লাহ আল নোমান ও আব্দুল হালীম, কোষাধ্যক্ষ আশরাফুল হক, সহকারী কোষাধ্যক্ষ মো: সাদমান হাফিজ, মানব সম্পদ সম্পাদক খাদিজা তুজ লামইয়া, সহ মানব সম্পদ সহকারী আঁচল দাস ও মোছা: মিশরাত জাহান মিশি, তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক মোঃ আল আমিন, সহকারী আইটি সম্পাদক মো.আসিফ মিয়া ও হাবিব আল মিসবাহ, প্রকাশনা সম্পাদক মাওয়াজুর রহমান, সহকারী প্রকাশনা সম্পাদক মিতা নূর, ঊর্মিলা আক্তার তন্বী ও মাইমুনা রহমান, পরিকল্পনা ও প্রদর্শনী সম্পাদক ফাওজিয়া ফারজানা মীম, সহকারী পরিকল্পনা ও প্রদর্শনী সম্পাদক বনি খাতুন মেরী, বিজ্ঞাপন সম্পাদক বর্ণালী দাশ বর্ণা, সহকারী বিজ্ঞাপন বিষয়ক সম্পাদক স্নিগ্ধা পন্ডিত, এসকে মিরাজ ইসলাম, স্ক্রিপ্ট রাইটার এন্ড হোস্ট: রাবেয়া খন্দকার, মো: মুক্তাদির হোসেন ও খন্দকার ইফতেখার উল ইসলাম।

নবনির্বাচিত সভাপতি মোঃ সাব্বির হোসেন সাঈম বলেন, আমরা সকল কার্যক্রম স্বচ্ছতা ও দায়িত্ববোধের সঙ্গে পরিচালনার সর্বোচ্চ চেষ্টা করবো। আমাদের মূল লক্ষ্য হলো ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত শিক্ষার্থীদের তথ্যচিত্র ও মিডিয়া সংশ্লিষ্ট গঠনমূলক স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে দক্ষ মানবসম্পদ হিসেবে তৈরি করা, যাতে তারা বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে বাংলাদেশের ইতিবাচক চিত্র বিশ্ববাসীর সামনে উপস্থাপন করতে পারে। আমরা সেই লক্ষ্য ও অঙ্গীকার নিয়েই এগিয়ে যেতে চাই।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক ইজাজ আহমেদ বলেন, ফটোগ্রাফি আজকের বিশ্বে উন্নয়ন, প্রচার ও যোগাযোগের এক গুরুত্বপূর্ণ মাধ্যম। আমাদের লক্ষ্য হলো ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীর কাছে পৌঁছানো এবং তাদের সৃজনশীলতা ও দক্ষতার মাধ্যমে আমাদের বিশ্ববিদ্যালয়কে আরও উচ্চতায় তুলে ধরা। আমরা এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করতে চাই, যেখানে শিক্ষার্থীরা ফটোগ্রাফি, দক্ষতা বৃদ্ধি এবং কমিউনিকেশন ডেভেলপমেন্টের সুযোগ পাবে। এই অঙ্গীকার নিয়েই আমরা এগিয়ে যেতে চাই।

 

একুশে সংবাদ//এ.জে
 

Link copied!