ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সশস্ত্র সংঘর্ষে ২ জন নিহত ও ৪ জন গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় রিফাত বাহিনীর প্রধান রিফাত আহমেদসহ দুইজনকে গ্রেফতার করেছে র্যাব-৯।
গ্রেফতারকৃতরা হলেন—উপজেলার থোল্লাকান্দি গ্রামের মৃত মোস্তাক আহমেদের ছেলে রিফাত আহমেদ (২৫) এবং একই গ্রামের সেলিম মিয়ার ছেলে মো. লিমান মিয়া (১৯)।
র্যাব-৯ সোমবার (১০ নভেম্বর) রাতে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলার নবীনগর উপজেলার বড়িকান্দি ইউনিয়নের গণি শাহ মাজারের আধিপত্য নিয়ে থোল্লাকান্দি গ্রামের রিফাত বাহিনী এবং নুরজাহানপুর গ্রামের শিপন বাহিনীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
গত ১ নভেম্বর রাত ৮টার দিকে শিপন গণি শাহ মাজার সংলগ্ন একটি রেস্তোরাঁয় খাবার খাওয়ার সময় রিফাত তার সহযোগীদের নিয়ে শিপনের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় শিপন, ইয়াসিন ও নুর আলম গুলিবিদ্ধ হন। পরে তাদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়।
ঘটনার কিছুক্ষণ পর শিপন বাহিনীর সদস্যরাও সশস্ত্র পাল্টা আক্রমণ চালায়, এতে এমরান মাষ্টার নামে আরও একজন গুলিবিদ্ধ হন। ওই দিন রাতেই শিপন মারা যান এবং পরদিন ইয়াসিনও মৃত্যুবরণ করেন।
এরপর ১০ নভেম্বর রাতে জেলার বাঞ্ছারামপুর উপজেলার উজানচর খোসকান্দি এলাকায় অভিযান চালিয়ে রিফাতকে গ্রেফতার করে র্যাব। রিফাতের দেওয়া তথ্যে থোল্লাকান্দি গ্রামের লিমনের বাড়িতে অভিযান চালানো হয়।
রিফাতের ঘনিষ্ঠ সহযোগী লিমানের স্বীকারোক্তি অনুযায়ী তার বসতঘরের শয়নকক্ষে খাটের নিচে মাটির ভিতরে পুঁতে রাখা একটি নীল পলিথিন ব্যাগ থেকে একটি বিদেশি সচল পিস্তল, দুটি ম্যাগাজিন ও সাত রাউন্ড ৭.৬৫ এমএম তাজা গুলি উদ্ধার করা হয়।
র্যাব জানায়, গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত আলামত জেলা পুলিশের সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

