মাদারীপুরের রাজৈরে স্বামীর পরকীয়ায় বাধা দেওয়ায় মাহফুজা বেগম (৩৫) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (১০ নভেম্বর) সকালে উপজেলার মজুমদারকান্দি খালপাড় গ্রামের বেপারীবাড়ির এক আমগাছ থেকে তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত মাহফুজা ওই গ্রামের তৌহিদ বেপারীর (৪০) স্ত্রী। ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামী তৌহিদ পলাতক।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তৌহিদের সঙ্গে অন্য এক নারীর সম্পর্ক ছিল। বিষয়টি নিয়ে স্বামী–স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। রোববার রাতে পরকীয়া নিয়ে তর্কের একপর্যায়ে মাহফুজাকে মারধর করেন তৌহিদ। এরপর তিনি বাড়ি থেকে বের হয়ে যান।
ভোরে বাড়ির পাশের একটি আমগাছের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় মাহফুজার মরদেহ দেখতে পান স্বজনরা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহতের ভাই সোবাহান বেপারী অভিযোগ করেন, “তৌহিদ আমার বোনকে পরিকল্পিতভাবে হত্যা করে গাছের সঙ্গে ঝুলিয়ে রেখেছে। আমি এর সঠিক বিচার চাই।”
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি মো. মাসুদ খান) বলেন, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্টের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
তৌহিদ ও তাঁর পরিবারের সদস্যরা ঘটনার পর থেকে গা-ঢাকা দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ। নিহত মাহফুজা তিন কন্যাসন্তানের জননী ছিলেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

