ময়মনসিংহের ফুলবাড়িয়ায় আলম এশিয়া পরিবহনের একটি বাসে দুর্বৃত্তদের অগ্নিসংযোগে এক চালকের মৃত্যু হয়েছে। নিহত চালকের নাম জুলহাস (৪০)। তিনি উপজেলার ভালুকজান গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
ঘটনাটি ঘটেছে সোমবার (১০ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে, ফুলবাড়িয়া উপজেলার ভালুকজান এলাকার একটি পেট্রোল পাম্পের কাছে।
ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি রোকুনুজ্জামান) জানান, ঢাকা থেকে ছেড়ে আসা আলম এশিয়া পরিবহনের বাসটি গভীর রাতে সড়কের পাশে পার্ক করে রাখা ছিল। বাসে তখন চালক জুলহাসের সঙ্গে ছিলেন এক মা ও তাঁর শিশু সন্তান।
হঠাৎ কয়েকজন অজ্ঞাত দুর্বৃত্ত এসে বাসটিতে আগুন ধরিয়ে দেয়। এ সময় মা ও ছেলে জানালা ভেঙে পালিয়ে যেতে সক্ষম হলেও চালক জুলহাস আগুনে পুড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং মরদেহ উদ্ধার করে।
ওসি আরও জানান, কারা এ ঘটনায় জড়িত তা শনাক্তে অভিযান চলছে। প্রাথমিকভাবে এটি নাশকতামূলক অগ্নিসংযোগ বলেই মনে করা হচ্ছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

