AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৭ নভেম্বর, ২০২৫, ২১ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

৬৬ দেশি নির্বাচন পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিলো ইসি


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১০:২৭ পিএম, ৬ নভেম্বর, ২০২৫

৬৬ দেশি নির্বাচন পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিলো ইসি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ৬৬টি দেশি নির্বাচন পর্যবেক্ষক সংস্থাকে চূড়ান্ত নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে আরও ১৬টি সংস্থার বিষয়ে দাবি-আপত্তি জানাতে ১৫ কার্যদিবসের মধ্যে মতামত চেয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) ইসির জনসংযোগ শাখা এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে, গত ২৮ সেপ্টেম্বর জাতীয় নির্বাচনে দায়িত্ব পালনের জন্য ৭৩টি দেশি পর্যবেক্ষক সংস্থার প্রাথমিক তালিকা প্রকাশ করেছিল নির্বাচন কমিশন। পরবর্তী যাচাই-বাছাই ও দাবি-আপত্তি নিষ্পত্তির পর ৬৬ সংস্থাকে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

ইসি জানায়, ‘নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা ২০২৫’ অনুযায়ী, পূর্বের দ্বাদশ সংসদ নির্বাচনের আগে নিবন্ধিত ৯৬টি সংস্থার নিবন্ধন স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়েছে। নতুন নীতিমালা অনুসারে আগ্রহী সংস্থাগুলোর কাছ থেকে পুনরায় আবেদন নেওয়া হয়।

নিবন্ধনে আগ্রহী সংস্থাগুলোকে নির্ধারিত EO-1 ফরম পূরণ করে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব বরাবর জমা দিতে বলা হয়েছে। এ সংক্রান্ত নীতিমালা, আবেদন ফরম ও বিজ্ঞপ্তি ইসির ওয়েবসাইট (www.ecs.gov.bd) এবং সচিবালয়ের জনসংযোগ শাখা থেকে সংগ্রহ করা যাবে।

ইসির সূত্র জানায়, নতুন নীতিমালা অনুযায়ী ভবিষ্যতে কেবল যোগ্য ও স্বচ্ছ সংস্থাগুলোকেই নির্বাচন পর্যবেক্ষণের অনুমতি দেওয়া হবে।

প্রসঙ্গত, ২০০৮ সালের নবম সংসদ নির্বাচন থেকেই পর্যবেক্ষক নিবন্ধন প্রথা চালু হয়। ওই নির্বাচনে ১৩৮টি সংস্থার ১ লাখ ৫৯ হাজারের বেশি পর্যবেক্ষক দায়িত্ব পালন করেছিলেন।
২০১৪ সালের দশম নির্বাচনে ছিল ৩৫টি সংস্থা,২০১৮ সালের একাদশ নির্বাচনে ৮১টি সংস্থার প্রায় ২৬ হাজার পর্যবেক্ষক মাঠে ছিলেন,আর ২০২৪ সালের দ্বাদশ নির্বাচনে প্রায় ২০ হাজার পর্যবেক্ষক ভোট পর্যবেক্ষণ করেন।

বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!