আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একজন প্রার্থী তার নির্বাচনী এলাকায় প্রতি ভোটারের জন্য সর্বোচ্চ ১০ টাকা পর্যন্ত ব্যয় করতে পারবেন। এর বেশি ব্যয় করলে নির্বাচন কমিশন (ইসি) সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পারবে।
সোমবার (৩ নভেম্বর) ‘গণপ্রতিনিধিত্ব আদেশ, ২০২৫ (আরপিও)’ সংশোধনের গেজেট প্রকাশ করেছে আইন মন্ত্রণালয়। নির্বাচনী ব্যয়সহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে এই অধ্যাদেশে।
নতুন বিধান অনুযায়ী, প্রার্থীর নির্বাচনী ব্যয়ের সর্বোচ্চ সীমা ভোটার প্রতি ১০ টাকা নির্ধারণ করা হয়েছে—যা আরপিওর অনুচ্ছেদ ৪৪–এ সংযোজিত হয়েছে।
এ ছাড়া মনোনয়নপত্রের জামানত বাড়িয়ে ২০ হাজার টাকা থেকে ৫০ হাজার টাকা করা হয়েছে (অনুচ্ছেদ ১৩)।
রাজনৈতিক দলের অনুদান ও আর্থিক লেনদেনের ক্ষেত্রে স্বচ্ছতা বাড়াতে অনুদানের উৎস, পরিমাণ ও ব্যয়ের তালিকা বিস্তারিতভাবে দলীয় ওয়েবসাইটে প্রকাশের বাধ্যবাধকতাও যুক্ত হয়েছে।
আরও কয়েকটি ধারা সংশোধনের মধ্যে উল্লেখযোগ্য—
অনুচ্ছেদ ৭৩: মিথ্যা তথ্য, অপতথ্য, গুজব বা কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহার রোধে প্রার্থী ও রাজনৈতিক দলের বিরুদ্ধে শাস্তির বিধান সংযোজন।
অনুচ্ছেদ ৭৪, ৮১, ৮৭ ও ৮৯: প্রশাসনিক পরিমার্জন ও স্পষ্টীকরণ।
অনুচ্ছেদ ৯০: দল নিবন্ধন ও আর্থিক অনুদান সম্পর্কিত বিধান সংশোধন, পাশাপাশি নিবন্ধন স্থগিত হলে দলের প্রতীক ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ।
নির্বাচন কর্মকর্তা বদলি: সংশ্লিষ্টদের মধ্যে উপ–পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি)–এর পদ যুক্ত করা হয়েছে।
ইসির কর্মকর্তারা জানিয়েছেন, সংশোধিত আরপিও অনুযায়ী এখন দল ও প্রার্থীর আচরণবিধি চূড়ান্ত করা হবে, যা পরবর্তী নির্বাচনী কার্যক্রমের নির্দেশিকা হিসেবে কার্যকর হবে।
একুশে সংবাদ/এ.জে
    
                        

                                            
                                                        
                            
একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
												
												
												
												
												
												
												
												
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
