নোয়াখালীর কবিরহাট উপজেলায় ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ ছয়জন নিহত হয়েছেন।
মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে কবিরহাট-বসুরহাট সড়কের ইসলামিয়া আলিয়া মাদরাসার সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি।
স্থানীয় বাসিন্দা টিপু সুলতান জানান, মাইজদী থেকে বসুরহাটগামী অটোরিকশাটিকে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক চাপা দেয়। “দুর্ঘটনার পর দুটি গাড়ি সড়কের মাঝখানে পড়ে থাকে। ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত রয়েছে,” বলেন তিনি।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, “ঘটনাস্থলেই তিনজন মারা যান। হাসপাতালে নেওয়ার পর আরও তিনজনের মৃত্যু হয়। মোট ছয়জন নিহত হয়েছেন।”
তিনি আরও জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

