AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৪ নভেম্বর, ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কুড়িগ্রাম-৪ আসনে দুই ভাইয়ের মুখোমুখি লড়াই



কুড়িগ্রাম-৪ আসনে দুই ভাইয়ের মুখোমুখি লড়াই

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-৪ আসনে তৈরি হয়েছে নজিরবিহীন পরিস্থিতি। একই পরিবারের দুই ভাই নির্বাচনে প্রতিদ্বন্দ্বী—বড় ভাই বিএনপি থেকে, আর ছোট ভাই জামায়াতে ইসলামী থেকে প্রার্থী। এই বিরল দৃশ্য স্থানীয় রাজনীতিকে উত্তেজনাপূর্ণ করে তুলেছে এবং চায়ের দোকান থেকে সামাজিক যোগাযোগমাধ্যম পর্যন্ত আলোচনার ঝড় তুলেছে।

সোমবার (৩ নভেম্বর) বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলীয় ২৩৭টি আসনের চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করেন। এতে কুড়িগ্রাম-৪ আসনে মনোনয়ন পান রৌমারী উপজেলা বিএনপির সাবেক সভাপতি আজিজুর রহমান। অপরদিকে জামায়াতে ইসলামী মনোনয়ন দিয়েছে তার ছোট ভাই ও রৌমারী উপজেলা জামায়াতের সাবেক আমির মোস্তাফিজুর রহমান মোস্তাককে।

দুই ভাইয়ের এই মুখোমুখি লড়াই রৌমারী, চিলমারী ও রাজীবপুরের প্রতিটি এলাকায় উত্তেজনার সৃষ্টি করেছে। স্থানীয়রা বলছেন, “ভাইয়ের বিপরীতে ভাই—নির্বাচনের মাঠে এটি এক নতুন অধ্যায়। এমন দৃশ্য আগে কখনো দেখা যায়নি।”

জামায়াতের প্রার্থী মোস্তাফিজুর রহমান মোস্তাক বলেন, “আমার বড় ভাই বিএনপি থেকে প্রার্থী হয়েছেন। তবে এতে আমার জনপ্রিয়তায় কোনো প্রভাব পড়বে না। জামায়াতের জনভিত্তি এখন আগের চেয়ে শক্তিশালী। ভোটাররা আমাকে সমর্থন দেবে।”

অপরদিকে বিএনপির প্রার্থী আজিজুর রহমান বলেন, “আমার ছোট ভাই একসময় বিএনপি করতো। আমার কারণে রাজনীতিতে এসেছে। পরে জামায়াতে যোগ দিয়েছে। এখন আমি প্রার্থী হওয়ায় সে এককভাবে সুবিধা নিতে পারছে না। জনগণ আমাকে সমর্থন দিচ্ছে।”

কুড়িগ্রাম-৪ আসন চিলমারী, রৌমারী ও রাজীবপুর উপজেলার সমন্বয়ে গঠিত। এখানে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩৮ হাজার ৪১২ জন, যার মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬৮ হাজার ৭১১ জন, নারী ভোটার ১ লাখ ৬৯ হাজার ৬৯২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৯ জন।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, কুড়িগ্রাম-৪ আসনে দুই ভাইয়ের এই প্রতিদ্বন্দ্বিতা কেবল স্থানীয় নয়, জাতীয় রাজনীতিতেও আগ্রহ ও উত্তেজনার নতুন মাত্রা যোগ করেছে। ভোটাররা এখন তাকিয়ে—ভাইয়ের এই লড়াইয়ে শেষ হাসি কে হাসবেন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!