আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনটি আসন থেকে প্রার্থী হচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি ফেনী-১, বগুড়া-৭ এবং দিনাজপুর-৩ আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই তথ্য জানান।
সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, “এটি প্রাথমিক তালিকা। প্রয়োজনে প্রার্থী তালিকায় পরিবর্তন আনা হতে পারে।”
তিনি আরও জানান, নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী খালেদা জিয়া এবার একাধিক আসনে প্রার্থী হচ্ছেন।
সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সহ-সাংগঠনিক সম্পাদকসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

