AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৪ নভেম্বর, ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

যশোরের বিএনপি‍‍`র পাঁচ আসনের প্রার্থী ঘোষণা, একটিতে বাকি


Ekushey Sangbad
ইয়ানুর রহমান, যশোর
০৭:০২ পিএম, ৩ নভেম্বর, ২০২৫

যশোরের বিএনপি‍‍`র পাঁচ আসনের প্রার্থী ঘোষণা, একটিতে বাকি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর জেলার ছয়টি আসনের মধ্যে পাঁচটিতে প্রার্থী ঘোষণা করেছে। সোমবার সন্ধ্যায় ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

প্রার্থী তালিকা অনুযায়ী:

  • যশোর-১ (শার্শা): মফিকুল হাসান তৃপ্তি

  • যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা): সাবিরা নাজমুল মুন্নী

  • যশোর-৩ (সদর): অনিন্দ্য ইসলাম অমিত

  • যশোর-৪ (অভয়নগর-বাঘারপাড়া): টিএস আইয়ুব

  • যশোর-৬ (কেশবপুর): রওনক জাহান শ্রাবণ

তবে যশোর-৫ (মণিরামপুর) আসনের প্রার্থী এখনও ঘোষণা করা হয়নি। দলীয় সূত্র জানায়, বিষয়টি নিয়ে আলোচনা চলছে এবং শিগগিরই সিদ্ধান্ত জানানো হবে।

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “এই প্রার্থীরা স্থানীয়ভাবে জনপ্রিয় ও তৃণমূলের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত। তারা জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।”

তিনি আরও বলেন, “বিএনপি গণতন্ত্র ও জনগণের অধিকারের লড়াইকে সামনে রেখে ধাপে ধাপে সারাদেশের প্রার্থীদের নাম ঘোষণা করছে। আগামী নির্বাচন শুধু একটি রাজনৈতিক প্রতিযোগিতা নয়, এটি দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্ধারণের লড়াই হবে।”

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!