AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৪ নভেম্বর, ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ফেয়ার জকসু নির্বাচন নিশ্চিতে ১২ দফা দাবিতে ছাত্রদলের স্মারকলিপি


Ekushey Sangbad
সৃজন সাহা, জবি প্রতিনিধি
০৬:৩৮ পিএম, ৩ নভেম্বর, ২০২৫

ফেয়ার জকসু নির্বাচন নিশ্চিতে ১২ দফা দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনে ‘ফেয়ার ও ক্রেডিবল’ নির্বাচন নিশ্চিত করতে ১২ দফা দাবি উত্থাপন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জবি শাখা। 

বুধবার (০৫ নভেম্বর) প্রধান নির্বাচন কমিশনারের কাছে সংগঠনটির পক্ষ থেকে লিখিত স্মারকলিপি জমা দেওয়া হয়।

স্মারকলিপিতে বলা হয়, নির্বাচনকে কেন্দ্র করে বিগত সময়গুলোতে বিশ্ববিদ্যালয়ে নানান ধরনের অনিয়ম, বাধা-বিঘ্ন, চাপ ও সীমাবদ্ধতা জারি ছিল। যা শিক্ষার্থীদের ভোটাধিকার ও সুষ্ঠু অংশগ্রহণ অনিশ্চিত করে তুলেছে। এ অবস্থায় মুক্ত, নিরাপদ ও স্বাধীন নির্বাচনী পরিবেশ তৈরির লক্ষ্যে নির্দিষ্ট কিছু পদক্ষেপ নেওয়া জরুরি।

স্মারকলিপিতে ছাত্রদলের উত্থাপিত ১২ দফা দাবিগুলো হলো: 

১/ ভোটার তালিকা প্রকাশ করার সময় ছবিসহ প্রকাশ করতে হবে।

২/ নির্বাচনে অমোচনীয় কালি বাধ্যতামূলকভাবে রাখতে হবে।

৩/ স্বচ্ছ গ্লাসের ব্যালট বক্স হতে হবে এবং প্রতিটি ব্যালট বক্সে নাম্বার থাকতে হবে।

৪/ ব্যালট ছাপানোর সংখ্যা, কাস্টিং ভোটার, নষ্ট ব্যালটের সংখ্যা প্রকাশ করতে হবে।

৫/মিডিয়া ট্রায়াল (ভুল তথ্য উপস্থাপন হলে) উক্ত সাংবাদিককে সরাসরি কেন্দ্র থেকে ব্যবস্থা গ্রহণ করতে হবে। সরকার অনুমোদিত সকল মিডিয়াকে অবাদ স্বাধীনতা দিতে হবে

৬/ নির্বাচনকালীন সময়ে কোনো পোলিং এজেন্ট নিজ কেন্দ্র হতে বের হতে পারবেনা এবং অন্য কোনো কেন্দ্রে প্রবেশ করেত পারবে না। সরকার অনুমোদিত সকল মিডিয়াকে অবাদ স্বাধীনতা দিতে হবে। কোনো পোলিং এজেন্ট প্রার্থীর অনুমতি ব্যতিরেখে ইন্টারচেইঞ্জ করা যাবেনা

৭/ ডাকসু তফসিল ঘোষণার ৪১ দিন, চাকসু ৪৪ দিন, রাকসু ৮০ দিন, জাকসুর তফসিল ঘোষণার ৩১ দিন পর নির্বাচন হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় অনাবাসিক বিশ্ববিদ্যালয় হওয়ার কারণে শিক্ষার্থীদের যোগাযোগ স্থাপনের সময় দিতে হবে এবং বাকি ৪ বিশ্ববিদ্যালয়ের তফসিল ঘোষণা ও নির্বাচনের সময়ের মধ্যে পার্থক্য বিবেচনা করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচন (জকসু), ২০২৫ এর তারিখ নির্ধারণ করতে হবে।

৮/ আস সুন্নাহ ফাউন্ডেশন হলে নির্বাচনী প্রচারণার আচরণ বিধি সুস্পষ্ট করতে হবে। আস সুন্নাহ ফাউন্ডেশনের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অবস্থান এবং চুক্তিতে কী উল্লেখ করা আছে সেটা বিস্তারিত জানাতে হবে।

৯/দেশের সকল ছাত্র সংসদ নির্বাচনে এম.ফিল পড়ুয়া শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়েছে। সেক্ষেত্রে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও সুযোগ পাওয়া যৌক্তিক। তাহলে জকসু বিধিমালায় কেনো এম.ফিল পড়ুয়া শিক্ষার্থীদের বাদ দেওয়া হলো সে বিষয়ে প্রশাসনকে সুস্পষ্ট জবাব উপস্থাপন করতে হবে।

১০/নির্বাচনে আচরনবিধি ৬ নং- জবির ক্রিয়াশীল ছাত্রসংগঠনের জন্য বিশেষ কার্ড ব্যবস্থা করতে হবে। এক্ষেত্রে সকল ছাত্রসংগঠনের গঠিত পূর্ণাঙ্গ কমিটির সকল সদস্যেদের জন্য কার্ড ব্যবস্থা করতে হবে যেটি নির্বাচনের দিনের ৪৮ ঘন্টা পূর্বে কার্যকর করতে হবে।

১১/জকসু‍‍`র আচরণ বিধিমালা অনুসারে নির্বাচনী প্রচার ও অংশগ্রহণে রাজনৈতিক সংগঠনের কমিটির সকল কার্যকরী কমিটির সদস্যকে সুযোগ দিতে হবে।

১২/জবি ছাত্রদলের ঘোষিত ধারাবাহিক কার্যক্রম চলমান রাখার সুযোগ দিতে হবে।

ছাত্রদলের অভিযোগ, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রসমাজের অংশগ্রহণ সীমাবদ্ধ করে রাখা হলেও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দীর্ঘদিনের শূন্যতা কাটিয়ে জকসু নির্বাচন পাচ্ছে। তাই এখানে কোনো ধরনের প্রশাসনিক হস্তক্ষেপ বা পক্ষপাতমূলক প্রতিবন্ধকতা বরদাশত করা হবে না।

তারা আশা প্রকাশ করেন, নির্বাচন কমিশন পুরো প্রক্রিয়ায় নিরপেক্ষতা বজায় রাখবে এবং প্রশাসন দাবি অনুযায়ী পদক্ষেপ নেবে। অন্যথায় নির্বাচনের বিশ্বাসযোগ্যতা প্রশ্নবিদ্ধ হওয়ার আশঙ্কা রয়েছে বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!