বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি দ্রুত শক্তি সঞ্চয় করে আগামী ২৪ ঘণ্টার মধ্যেই ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া অধিদপ্তর। সম্ভাব্য এই ঘূর্ণিঝড়ের নাম হবে ‘মন্থা’, যার অর্থ সুন্দর ফুল।
রোববার(২৬ অক্টোবর) প্রকাশিত সর্বশেষ আপডেটে বলা হয়েছে, নিম্নচাপটি বর্তমানে বঙ্গোপসাগরের দক্ষিণ–পূর্বাংশে গভীর নিম্নচাপে রূপ নিয়েছে। এটি ধীরে ধীরে উত্তর–পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে এবং আগামী ২৮ অক্টোবর প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।
বর্তমানে গভীর নিম্নচাপটি পোর্ট ব্লেয়ার থেকে প্রায় ৬১০ কিলোমিটার পশ্চিমে, চেন্নাই থেকে ৭৯০ কিলোমিটার দক্ষিণ–পূর্বে এবং ওড়িশার গোপালপুর থেকে ৯৫০ কিলোমিটার দক্ষিণ–দক্ষিণপূর্বে অবস্থান করছে।
ভারতীয় পূর্বাভাস বলছে, ঘূর্ণিঝড়টি অন্ধ্রপ্রদেশের উপকূলীয় এলাকা—বিশেষ করে মাখিলিপাটনাম ও কাকিনাদা অঞ্চলে—আঘাত হানতে পারে। এ কারণে ইতিমধ্যে ভারতের উপকূলীয় অঞ্চলে সেনাবাহিনীকে সতর্কাবস্থায় রাখা হয়েছে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরও জানিয়েছে, গভীর নিম্নচাপটি আরও শক্তি সঞ্চয় করছে এবং ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা প্রবল।
রোববার সংস্থার বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গভীর নিম্নচাপটির প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সতর্কভাবে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার, যা দমকা বা ঝড়ো হাওয়ায় ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। এর প্রভাবে সমুদ্র উত্তাল রয়েছে।
এদিকে, আরব সাগরেও একটি নতুন নিম্নচাপের সৃষ্টি হয়েছে, যা আগামী কয়েক দিনের মধ্যে শক্তিশালী আকার ধারণ করতে পারে বলে ভারতীয় আবহাওয়া বিভাগ আশঙ্কা প্রকাশ করেছে।
উল্লেখ্য, আসন্ন ঘূর্ণিঝড়টির নাম ‘মন্থা’ দিয়েছে থাইল্যান্ড। উত্তর ভারত মহাসাগরীয় অঞ্চলে বিশ্ব আবহাওয়া সংস্থার (WMO) প্যানেলে থাকা ১৩টি দেশ পর্যায়ক্রমে এসব ঘূর্ণিঝড়ের নাম নির্ধারণ করে থাকে—বাংলাদেশ, ভারত, ইরান, মালদ্বীপ, মিয়ানমার, ওমান, পাকিস্তান, কাতার, সৌদি আরব, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত এবং ইয়েমেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

