AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫, ১০ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মোরেলগঞ্জে হিন্দু ধর্মাবলম্বীদের বিএনপিতে যোগদান



মোরেলগঞ্জে হিন্দু ধর্মাবলম্বীদের বিএনপিতে যোগদান

বাগেরহাটের কচুয়ায় বিএনপিতে যোগ দিয়েছেন দুই শতাধিক সনাতন ধর্মাবলম্বী। রোববার (২৬ অক্টোবর) বিকেলে কচুয়া উপজেলার সাইনবোর্ড বাজার সংলগ্ন জেলা বিএনপি নেতা ও বাগেরহাট-৩ আসনের দলীয় মনোনয়নপ্রত্যাশী কাজী খায়রুজ্জামান শিপনের বাড়িতে তারা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।

যোগদানকারীদের মধ্যে স্থানীয় পূজা উদযাপন কমিটির নেতা, ব্যবসায়ী ও চাকরিজীবীসহ বিভিন্ন পেশার মানুষ রয়েছেন। এ সময় কাজী খায়রুজ্জামান শিপন বিএনপিতে যোগদানকারী হিন্দু সম্প্রদায়ের সদস্যদের ফুলের মালা পরিয়ে বরণ করে নেন।

এ সময় জেলা বিএনপির এই নেতা বলেন, “ফ্যাসিস্ট হাসিনা ক্ষমতায় টিকে থাকতে হিন্দু সম্প্রদায়কে ব্যবহার করেছে। সনাতনী মানুষের ওপর হামলা করিয়ে বিরোধী দল দমন করেছে।”

তিনি আরও বলেন, “আজ হিন্দু সম্প্রদায়ের মানুষ দলে দলে বিএনপিতে যোগদান করে প্রমাণ করেছেন— বিএনপি সবসময় হিন্দুদের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।”

তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হিন্দু সম্প্রদায়সহ সব শ্রেণির মানুষের প্রতি আহ্বান জানান।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!