বাগেরহাটের কচুয়ায় বিএনপিতে যোগ দিয়েছেন দুই শতাধিক সনাতন ধর্মাবলম্বী। রোববার (২৬ অক্টোবর) বিকেলে কচুয়া উপজেলার সাইনবোর্ড বাজার সংলগ্ন জেলা বিএনপি নেতা ও বাগেরহাট-৩ আসনের দলীয় মনোনয়নপ্রত্যাশী কাজী খায়রুজ্জামান শিপনের বাড়িতে তারা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।
যোগদানকারীদের মধ্যে স্থানীয় পূজা উদযাপন কমিটির নেতা, ব্যবসায়ী ও চাকরিজীবীসহ বিভিন্ন পেশার মানুষ রয়েছেন। এ সময় কাজী খায়রুজ্জামান শিপন বিএনপিতে যোগদানকারী হিন্দু সম্প্রদায়ের সদস্যদের ফুলের মালা পরিয়ে বরণ করে নেন।
এ সময় জেলা বিএনপির এই নেতা বলেন, “ফ্যাসিস্ট হাসিনা ক্ষমতায় টিকে থাকতে হিন্দু সম্প্রদায়কে ব্যবহার করেছে। সনাতনী মানুষের ওপর হামলা করিয়ে বিরোধী দল দমন করেছে।”
তিনি আরও বলেন, “আজ হিন্দু সম্প্রদায়ের মানুষ দলে দলে বিএনপিতে যোগদান করে প্রমাণ করেছেন— বিএনপি সবসময় হিন্দুদের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।”
তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হিন্দু সম্প্রদায়সহ সব শ্রেণির মানুষের প্রতি আহ্বান জানান।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

