কুমিল্লার মুরাদনগরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা বাস্তবায়ন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ-এর হাতকে শক্তিশালী করতে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) মুরাদনগর উপজেলা শাখা।
রোববার (২৬ অক্টোবর) বিকালে বাবুটিপাড়া ইউনিয়ন জাসাসের উদ্যোগে ইউনিয়নের ইলিয়টগঞ্জ বাজার, কালাডুমুর বাজার, রামপুর ও তালতলা মার্কেট এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগ অনুষ্ঠিত হয়।
উপজেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক আবদুর রহিমের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা জাসাসের আহ্বায়ক আবু বকর, সদস্য সচিব আব্দুস সামাদ, যুগ্ম আহ্বায়ক আমান উল্লাহ, কামাল হোসেন ভূঁইয়া ও গাজী শাহজাহান।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা জামাল মেম্বার, উপজেলা জাসাসের সদস্য মো. সুমন, রোবেল হোসেন, শাহাজুদ্দিন আহমেদ, বাবুটিপাড়া ইউনিয়ন জাসাস নেতা মো. শাহিন, রবিউল হোসেন, আনিছুর রহমান, আ. হালিম, মিল্লাদ হোসেন, আলমগীর সরকার, বাচ্চু মিয়া, সায়মন ইসলাম, জয়নাল, শাহজাহান, রিপন, শিপু, মোজাম্মেল, ইব্রাহিম, সাগর, মহিউদ্দিন, জিহান, তানভীর, সজীব, ইলিয়াস, ইসমাইল, মো. বাদশা, রাসেল প্রমুখ।
গণসংযোগে বক্তারা বলেন,“বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশের জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব হবে।”
তারা আরও বলেন,“জাসাসের নেতাকর্মীরা জনগণের মধ্যে দলের লক্ষ্য, আদর্শ ও পরিবর্তনের বার্তা পৌঁছে দিতে অঙ্গীকারবদ্ধ।”
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

