AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫, ১০ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রায়গঞ্জে ছয় মাসে ৯ জনের প্রাণহানি, আতঙ্কে এলাকাবাসী



রায়গঞ্জে ছয় মাসে ৯ জনের প্রাণহানি, আতঙ্কে এলাকাবাসী

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ঢাকা–বগুড়া মহাসড়কের ভূঁইয়াগাঁতী বাসস্ট্যান্ড এলাকা এখন পরিণত হয়েছে মরণফাঁদে। গত ছয় মাসে এখানে সড়ক দুর্ঘটনায় ৯ জন নিহত এবং ১৫ জনের বেশি আহত হয়েছেন।

স্থানীয়দের অভিযোগ, মহাসড়কে ডিভাইডার না থাকা ও পার্শ্বরাস্তা বন্ধ থাকার কারণে প্রায়ই দুই দিকের গাড়ি মুখোমুখি চলে আসে। দক্ষিণ দিক থেকে আসা যানবাহনগুলোকে মাঝরাস্তায় ঘুরতে হয়, ফলে প্রতিদিনই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মে থেকে অক্টোবর পর্যন্ত সাতটি বড় দুর্ঘটনায় কলেজছাত্র, মোটরসাইকেল আরোহী, ইজিবাইক চালক, ভ্যানচালক ও পথচারীসহ নয়জনের প্রাণ গেছে। আহতদের মধ্যে ছয়জন স্থায়ীভাবে পঙ্গু হয়েছেন। এ ঘটনায় স্থানীয়রা একাধিকবার মানববন্ধনও করেছেন।

স্থানীয় দোকানদার সুজন সরকার বলেন, “রাস্তা পার হতে গেলেই মনে হয়, জানটা হাতের মুঠোয়।”

প্রাইভেটকার চালক রুবেল সরকার বলেন, “রোড ডিভাইডার না থাকায় প্রতিনিয়ত মৃত্যুর ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়।”

প্রফেসর শংকর কুমার দাস জানান, “রোড ডিভাইডার স্থাপন ও পার্শ্বরাস্তা খুলে দেওয়ার দাবি জানিয়েও কোনো কাজ হয়নি।”

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম মাসুদ রানা এবং সলঙ্গা থানার ওসি মো. হুমায়ুন কবির বলেন, “ভূঁইয়াগাঁতী দুর্ঘটনাপ্রবণ এলাকা হিসেবে চিহ্নিত। সড়ক ও জনপথ বিভাগকে জানানো হয়েছে, পাশাপাশি ট্রাফিক টহল জোরদার করা হয়েছে।”

সাসেক প্রকল্প–২-এর উপপ্রকল্প ব্যবস্থাপক মো. সরফরাজ হোসাইন বলেন, “স্থায়ী রোড ডিভাইডার নির্মাণ ও পার্শ্বরাস্তা খোলার কাজ প্রক্রিয়াধীন রয়েছে। তবে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ জায়গা না ছাড়ায় বিলম্ব হচ্ছে।”

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হুমায়ুন কবির বলেন, “পার্শ্বরাস্তা সমস্যা সমাধানে প্রয়োজনীয় জায়গা অধিগ্রহণের প্রস্তাবনা মন্ত্রণালয় ও পল্লী বিদ্যুতায়ন বোর্ডে পাঠানো হয়েছে। আশা করা হচ্ছে, শিগগিরই সমস্যার সমাধান হবে।”

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!