বাংলাদেশ সেনাবাহিনীর কোর অব ইঞ্জিনিয়ার্স দেশের ভেতর ও বাইরে অবকাঠামো উন্নয়নে দক্ষতার সঙ্গে কাজ করছে বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
রোববার সকালে নাটোরের বাগাতিপাড়ায় কাদিরাবাদ সেনানিবাসে ইঞ্জিনিয়ার সেন্টার অ্যান্ড স্কুল অব মিলিটারি ইঞ্জিনিয়ারিং (ইসিএসএমই)-তে কোর অব ইঞ্জিনিয়ার্সের নবম কর্নেল কমান্ড্যান্ট অভিষেক অনুষ্ঠান ও বার্ষিক অধিনায়ক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সেনাপ্রধান বলেন, “কোর অব ইঞ্জিনিয়ার্সের সদস্যরা সততা, নিষ্ঠা ও কর্তব্যবোধে অবিচল থেকে দেশগঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে আমি আশাবাদী।”
অনুষ্ঠানে সেনাপ্রধানকে কোর অব ইঞ্জিনিয়ার্সের নবম কর্নেল কমান্ড্যান্ট হিসেবে অভিষিক্ত করা হয়।
ইসিএসএমই পৌঁছালে সেনাপ্রধানকে স্বাগত জানান জিওসি, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড, সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার-ইন-চিফ এবং ইসিএসএমই কমান্ড্যান্ট।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিআইআইএসএস মহাপরিচালক, অ্যাডজুট্যান্ট জেনারেল, চিফ কনসালটেন্ট জেনারেল, জিওসি ১১ পদাতিক ডিভিশন ও বগুড়া এরিয়া কমান্ডারসহ সেনাসদরের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং গণমাধ্যম প্রতিনিধিরা।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

