জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ উপলক্ষে গাজীপুরের কালীগঞ্জে প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।“হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার (২২ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
র্যালিটি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ. টি. এম. কামরুল ইসলাম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা তাসলিম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ইসমাইল ভূঁইয়া, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আফরোজা বেগম, মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানাজ আক্তার, পৌর হিসাব রক্ষণ কর্মকর্তা মো. দুলাল মোল্লা, উপজেলা বিএনপি সভাপতি মাস্টার হুমায়ুন কবীর, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. সাইফুল ইসলাম সুমন, প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক প্রতিনিধি, স্কুল-কলেজের শিক্ষার্থী ও স্থানীয় সাংবাদিকরা।
সভায় বক্তারা বলেন, দেশে প্রতিদিন সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছেন বহু মানুষ। আইন থাকা সত্ত্বেও এবং বিভিন্ন নিরাপত্তা উদ্যোগ নেওয়া হলেও মৃত্যুর মিছিল থামছে না।
প্রসঙ্গত, প্রায় তিন দশক আগে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের স্ত্রী জাহানারা কাঞ্চন চট্টগ্রামের চন্দনাইশে সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার পর থেকেই তিনি নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন শুরু করেন। তার উদ্যোগে সামাজিক সংগঠন “নিরাপদ সড়ক চাই (নিসচা)” প্রতিবছর ২২ অক্টোবরকে জাতীয় নিরাপদ সড়ক দিবস হিসেবে পালনের দাবি জানায়।
পরে ২০১৭ সালে মন্ত্রিসভার বৈঠকে ২২ অক্টোবরকে জাতীয় নিরাপদ সড়ক দিবস হিসেবে ঘোষণা ও অনুমোদন দেওয়া হয়। তখন থেকে সরকারি-বেসরকারি উদ্যোগে দিনটি যথাযথ মর্যাদায় পালন করা হচ্ছে।
একুশে সংবাদ/এ.জে