জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের মনোনয়ন প্রত্যাশী, জামালপুর জেলা বিএনপির সভাপতি ও সরিষাবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরিদুল কবীর তালুকদার শামীম বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে ৩১ দফার ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হবে।
রোববার (১৯ অক্টোবর) সকালে উপজেলার পিংনা ইউনিয়নের পিংনা বাজার এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগ শেষে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “সুষ্ঠু নির্বাচন হলে এবং বিএনপির নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ থাকলে কোনও ষড়যন্ত্রই আমাদের বিজয় ঠেকাতে পারবে না। প্রতিটি ভোটারের কাছে বিএনপির ৩১ দফা তুলে ধরে দলের নীতি ও পরিকল্পনা বোঝানো হবে। আগামী দিনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তিনবারের সফল সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সন্ত্রাস, হানাহানি ও ক্ষুধা দারিদ্রমুক্ত একটি বাংলাদেশ গড়ে তোলা হবে।”
এসময় উপস্থিত ছিলেন—উপজেলা বিএনপির অর্থ সম্পাদক কামরুজ্জামান বাবু, পিংনা ইউনিয়ন বিএনপির সভাপতি নাজমুল ইসলাম নাজু, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হাফিজুর রহমান মিলন, জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি মাসুম মিয়া এবং স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
একুশে সংবাদ/এ.জে