বিএনপিকে ঠেকানোর জন্য নির্বাচন প্রলম্বিত করা হয়েছে। এখন চারিদিকে আগুন লাগানো হচ্ছে এবং আইনশৃঙ্খলার পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
রোববার সকালে চুয়াডাঙ্গা শহরের শিল্পকলা একাডেমির মুক্ত মঞ্চে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, "যাই ঘটুক না কেন, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে বিএনপিকেই বিজয়ী বানাতে হবে।"
শামসুজ্জামান দুদু আরও বলেন, "একটি পাল্টা শক্তি নানাভাবে নানা মুখরোচক মিথ্যা প্রচার করছে। কেউ কেউ বলছে, তাদের সেই মার্কায় ভোট দিলে বেহেস্তে যাওয়া যাবে। কিন্তু একমাত্র আল্লাহই বেহেস্তের মালিক। এমন মিথ্যাবাদীরা যদি ক্ষমতায় আসে, তাহলে দেশের সর্বনাশ ঘটবে।"
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অ্যাড. ওয়াহেদুজ্জামান বুলা, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. শামীম রেজা ডালিম প্রমুখ।
একুশে সংবাদ/এ.জে