ঐতিহাসিক জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের জন্য সরকার সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তবে প্রতিকূল আবহাওয়ার কারণে অনুষ্ঠান শুরুতে কিছুটা দেরি হতে পারে বলে জানিয়েছেন তিনি।
শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে প্রেস সচিব লেখেন, “জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আবহাওয়ার কারণে অনুষ্ঠানটি কিছুটা দেরিতে শুরু হতে পারে, তবে সবকিছু পরিকল্পনামাফিক চলছে। অনেক অতিথি ইতোমধ্যে ভেন্যুতে পৌঁছেছেন। আমরা ইতিহাসের এক নতুন অধ্যায়ের সূচনা প্রত্যক্ষ করতে যাচ্ছি।”
উল্লেখ্য, বিকেল ৪টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এই সনদ স্বাক্ষরের মূল অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল।
তবে সকাল থেকেই অনুষ্ঠানস্থলে জুলাই অভ্যুত্থানে আহত ছাত্র ও জনতার স্বীকৃতির দাবিতে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি দেখা দেয়। তিন দফা দাবিতে তারা দক্ষিণ প্লাজার সামনেই অবস্থান নেন।
দুপুরের দিকে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ আন্দোলনকারীদের উদ্দেশে বলেন, তাদের স্বীকৃতি সনদে অন্তর্ভুক্ত থাকবে, তাই তারা যেন অবস্থান থেকে সরে যান। কিন্তু আন্দোলনকারীরা অবস্থান বজায় রাখলে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী তাদের সরিয়ে দেয়।
এ সময় ধাওয়া–পাল্টা ধাওয়ার ঘটনায় অন্তত ১০ জন আহত হন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
একুশে সংবাদ/এ.জে