AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১১ অক্টোবর, ২০২৫, ২৬ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

‘আমাদের সেফ এক্সিট দরকার নেই, জাতির সেফ এক্সিট দরকার’ — আইন উপদেষ্টা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১২:০২ পিএম, ১১ অক্টোবর, ২০২৫

‘আমাদের সেফ এক্সিট দরকার নেই, জাতির সেফ এক্সিট দরকার’  — আইন উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের আইনবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, “অনেকে সেফ এক্সিটের কথা বলছেন, কিন্তু উপদেষ্টা হিসেবে আমাদের এর কোনো প্রয়োজন নেই। আসল প্রয়োজন হলো এই দেশের ভয়াবহ রাষ্ট্র কাঠামো থেকে জাতির সেফ এক্সিট।”

শনিবার (১১ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ–২০২৫’ বিষয়ক জাতীয় পরামর্শ সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

ড. আসিফ নজরুল বলেন, “আমরা যারা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছি, তাদের জন্য কোনো সেফ এক্সিট দরকার নেই। আমরা জানি, রাষ্ট্রের যে ভয়ংকর দুঃশাসন ও অন্যায়চর্চা গত কয়েক দশক ধরে চলছে, সেখান থেকেই জনগণের মুক্তিই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। ব্যাংক লুট, বিচারবহির্ভূত হত্যা, আইনের শাসনকে উপেক্ষা — এসব থেকে জাতির মুক্তি চাই।”

তিনি আরও বলেন, “গত ৫৫ বছর ধরে আমরা যে অকার্যকর ও আত্মবিধ্বংসী রাষ্ট্র কাঠামো দেখেছি, সেটিই এখন পরিবর্তনের মুখে। এই পরিবর্তনই প্রকৃত সেফ এক্সিট।”

সভায় উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্পবিষয়ক উপদেষ্টা আদিলুর রহমান খান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, সুপ্রিম কোর্ট বার সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!