AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৫ অক্টোবর, ২০২৫, ১৯ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দেশের ইতিহাসে সব রেকর্ড ভেঙে স্বর্ণের দাম সর্বোচ্চ


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
১১:০৪ পিএম, ৪ অক্টোবর, ২০২৫

দেশের ইতিহাসে সব রেকর্ড ভেঙে স্বর্ণের দাম সর্বোচ্চ

দেশে আবারও বেড়েছে স্বর্ণের দাম, যা এবার ইতিহাসের সর্বোচ্চ স্তরে পৌঁছেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন দাম নির্ধারণ করে জানিয়েছে, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৯৭ হাজার ৫৭৬ টাকা।

শনিবার (৪ অক্টোবর) রাতে বাজুস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, রবিবার (৫ অক্টোবর) থেকে নতুন এ দাম কার্যকর হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের মূল্যবৃদ্ধি এবং স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বেড়ে যাওয়ায় এই সমন্বয় করা হয়েছে।

নতুন তালিকা অনুযায়ী—২২ ক্যারেট: প্রতি ভরি ১,৯৭,৫৭৬ টাকা, ২১ ক্যারেট: প্রতি ভরি ১,৮৮,৫৯৫ টাকা, ১৮ ক্যারেট: প্রতি ভরি ১,৬১,৬৫১ টাকা, সনাতনী পদ্ধতি: প্রতি ভরি ১,৩৪,২৫৩ টাকা ।

বাজুস জানায়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত থাকবে। গহনার ডিজাইন ও মানভেদে মজুরির পরিমাণ ভিন্ন হতে পারে।

এর আগে, গত ২৯ সেপ্টেম্বর সর্বশেষ দাম সমন্বয় করা হয়েছিল। তখন ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ১ লাখ ৯৫ হাজার ৩৮৪ টাকা।

চলতি বছর এখন পর্যন্ত ৬০ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে— যার মধ্যে ৪২ বার দাম বেড়েছে এবং ১৮ বার কমেছে।

অন্যদিকে, রুপার বাজারে কোনো পরিবর্তন আসেনি। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৩ হাজার ৬২৮ টাকায়, যা দেশের ইতিহাসে রুপার সর্বোচ্চ দাম।

২১ ক্যারেটের রুপা বিক্রি হচ্ছে ৩ হাজার ৪৫৩ টাকা, ১৮ ক্যারেটের ২ হাজার ৯৬৩ টাকা এবং সনাতনী পদ্ধতির রুপা প্রতি ভরি ২ হাজার ২২৮ টাকায় বিক্রি হচ্ছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!